‘দ্য আদার ভয়েস’(অন্যস্বর)

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
১৪ জানুয়ারী, ২০২৬
‘দ্য আদার ভয়েস’(অন্যস্বর)

Tovcoverআর্টিস্ট তায়েবা বেগম লিপি (ছবিসূত্র: সোশ্যাল মিডিয়া, বেঙ্গল আর্টস প্রোগ্রাম)

 

বেঙ্গল ফাউন্ডেশন ও আবুল খায়ের-এর সংগ্রহ থেকে ৩৫ জন নারী শিল্পীর নির্বাচিত কাজ নিয়ে দ্য আদার ভয়েস’ প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে মূলত ২০০০-এর শুরুর দিকে তৈরি হওয়া শিল্পকর্মগুলোকে কেন্দ্র করে এ প্রদর্শনীটি আয়োজিত হয়েছে। এই প্রদর্শনীতে পরিচিত ও তুলনামূলকভাবে কম আলোচিত - উভয় ধরনের শিল্পীর কাজ একত্রিত হয়েছে।

দ্য আদার ভয়েস’ প্রদর্শনীটি বাংলাদেশের জটিল সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ভেতরে নারীদের শিল্পচর্চা নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে বেঙ্গল শিল্পালয়ে বেঙ্গল আর্টস প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীটি ২৫ দিনব্যাপী চলবে (২৪ ডিসেম্বর - ১৭ জানুয়ারি)। প্রদর্শনীটির উদ্বোধন হয়েছে বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টায়, কামরুল হাসান প্রদর্শনী হলে, লেভেল ১, বেঙ্গল শিল্পালয় (হাউস ৪২, রোড ২৭, ধানমন্ডি, ঢাকা ১২০৯)। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী নাজলী লায়লা মনসুর এবং নাজমুন নাহার কেয়া বক্তব্য রেখেছেন। প্রদর্শনীটি দেখা যে নারীর দৃষ্টিভঙ্গি শুধু একটি বিষয়ভিত্তিক ধারণা নয়, বরং এটি বাংলাদেশের শিল্পকে গড়ে তোলায় একটি শক্তিশালী প্রভাব রাখে।

প্রদর্শনীটি শুধু আলোচনা বা নীতি নির্ধারণের সীমা ছাড়িয়ে নারীদের সৃষ্টিশীলতার সরাসরি জগতে প্রবেশ করে।প্রদর্শনীটির পেইন্টিংগুলো সমাজের চেনা-পরিচিত ঘটনাগুলোকে তুলে ধরে, যেগুলো আপাতদৃষ্টিতে খুবই সাধারণ মনে হয়, কিন্তু তা নারী দৃষ্টিকোণ থেকে নতুনভাবে উপস্থাপন করে, ঘরোয়া, ব্যক্তিগত এবং বাড়ির ভেতরে ঘটে যাওয়া নীরব পরিবর্তনগুলোর ওপর গুরুত্ব আরোপ করে। দ্য আদার ভয়েস’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে, যা নারী শিল্পীদের কাজ এবং এর পেছনের বৈচিত্র্যময় ইতিহাসগুলোকে সম্মান জানায়

 

Tov3'দ্য আদার ভয়েস' (ছবিসূত্র: সোশ্যাল মিডিয়া, বেঙ্গল আর্টস প্রোগ্রাম)

Et'দ্য আদার ভয়েস'(ছবিসূত্র: সোশ্যাল মিডিয়া, বেঙ্গল আর্টস প্রোগ্রাম)

Tov 4'দ্য আদার ভয়েস' (ছবিসূত্র: সোশ্যাল মিডিয়া, বেঙ্গল আর্টস প্রোগ্রাম)

Ad'দ্য আদার ভয়েস' (ছবিসূত্র: সোশ্যাল মিডিয়া, বেঙ্গল আর্টস প্রোগ্রাম)

Tov5'দ্য আদার ভয়েস' (ছবিসূত্র: সোশ্যাল মিডিয়া, বেঙ্গল আর্টস প্রোগ্রাম)

প্রদর্শনীটির নারী শিল্পীরা:

অন্তরা আজাদ, অর্পনা কৌর, আতিয়া ইসলাম অ্যানি, বিপাশা হায়াত, দিলারা বেগম জলি, ফাহমিদা কাকলী, ফারেহা জেবা, ফরিদা জামান, ফারজানা আহমেদ উর্মি, ফেরদৌসি প্রিয়ভাষিনী, গুলশান হোসেন, ইফফাত আরা দেওয়ান, আইভি জামান, জাবিন দস্তিদার, জিন্নাতুন জান্নাত মুন, কনক চাঁপা চাকমা, ক্যারেন কুন্ক, কুহু প্ল্যামন্ডন, লায়লা শারমিন, মাসুদা ইকবাল নিপা, মারুফা এ. চৌধুরী, মুরশিদা আরজু আলপনা, নায়িমা হক, নাজমা আকতার, নাজমুন নাহার কেয়া, নাসিমা খান কুইনি, নাসরিন বেগম, নাজিয়া আন্দালীব প্রীমা, নাজলী লায়লা মনসুর, নিলুফার চমন, নুরুন নাহার পাপা, রোকেয়া সুলতানা, সুলেখা চৌধুরী, সোফি নেগ্রিন, তায়েবা বেগম লিপি, বিনিতা করিম, ইয়াসমিন জাহান নুপূর।


প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2026 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.