স্থাপত্যের ছাত্রছাত্রীদের ব্যাচেলর কোর্সের শেষ ডিজাইন প্রকল্পটি খুব গুরুত্বপূর্ণ । শিক্ষার এই পর্যায়ের শেষ প্রকল্পটি সাধারণত একাই করতে হয় , এজন্য তারা সকলেই একে স্মরনীয় রাখতে চায় । এক সেমিস্টার ব্যাপী এই ডিজাইনের কাজটি শেষ করে জমা দিলে শিক্ষকেরা মূল্যায়নের জন্য জুরী বোর্ড বসান । এই জুরী বোর্ডে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্রছাত্রীরা উপস্থিত থাকেন । বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বাইরে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং স্বনামধন্য পেশাজীবিদের আমন্ত্রণ জানানো হয় । স্থাপত্যের শিক্ষার্থীদের জন্য এটা এক মহা আয়োজন । প্রচুর ড্রইং, মডেল এমনকি এনিমেশন করে শিক্ষার্থীরা তাদের প্রকল্প উপস্থাপন করে । পেশাজীবিরা এই জুরীতে অংশগ্রহণে উৎসাহী হন একটি কারণে , তাহলো শিক্ষার্থীদের এই প্রকল্পে সরাসরি ক্লায়েন্টের চাপ বা কোনো সীমাবদ্ধতা না থাকায় তারা অনেকটা মুক্তমনে চিন্তা করার সুযোগ পায় । এই মুক্তচিন্তার মধ্যে অনেক সৃজনশীলতার সম্ভাবনা থাকে, সেটাই সকলের আকর্ষণ ।

‘স্থাপত্য ও নির্মাণ’- এর পক্ষ থেকে শিক্ষার্থীদের এই শ্রমসাধ্য প্রকল্পগুলো তুলে ধরার উদ্যোগ নেয়া হল, শুধুমাত্র তাদের উৎসাহ দেবার জন্য নয়, বরং আমাদের নব প্রজন্মের চিন্তাধারা কোনদিকে ধাবিত হচ্ছে তার একটা রেকর্ড রাখার জন্যও বটে । বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে প্রতি সেশনে সমাপনী প্রকল্পগুলোর মধ্যে নির্বাচিত ৩ টি প্রকল্প আমরা এই পরিসরে তুলে ধরছি । প্রকল্প উপস্থাপনার সাথে থাকছে জুরী সদস্যদের মন্তব্য । পাঠকও মন্তব্য করতে পারবেন সেই ব্যবস্থাও রইল

‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়’-এর শিক্ষার্থীদের সমাপনী প্রকল্পগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হতে নির্বাচিত ৪টি প্রকল্প (বিশেষ বিবেচনায়: নগরের দুর্যোগ-আক্রান্তদের জন্য অস্থায়ী আশ্রয় প্রকল্প, আর্কএশিয়া থিসিস অফ দ্য ইয়ার ২০২৪-এর বিজয়ী প্রকল্প)

AUST এর স্থাপত্য বিভাগের ফাইনাল সেমিস্টার ২০২৪ সমাপনী প্রকল্পগুলোর মধ্যে নির্বাচিত প্রজেক্টগুলো এখানে তুলে ধরছি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর স্থাপত্য বিভাগের ফাইনাল সেমিস্টার ২০২১-এর নির্বাচিত ৩টি প্রজেক্ট এখানে তুলে ধরা হয়েছে।

UAP এর স্থাপত্য বিভাগের ফাইনাল সেমিস্টার ২০২৪ সমাপনী প্রকল্পগুলোর মধ্যে নির্বাচিত প্রজেক্টগুলো এখানে তুলে ধরছি ।

সাউথইস্ট ইউনিভার্সিটি-এর এর স্থাপত্য বিভাগের ফাইনাল সেমিস্টার ২০২৪ সমাপনী প্রকল্পগুলোর মধ্যে নির্বাচিত প্রজেক্টগুলো এখানে তুলে ধরছি।

Logo
Logo
© 2025 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.