বাংলাদেশ আর্ক সামিট ২০২৫

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
১৪ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশ আর্ক সামিট ২০২৫

ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (IAB) আয়োজন করেছে ‘ আর্ক সামিট ২০২৫’, যা বাংলাদেশের স্থাপত্যের জন্য একটি বড় আয়োজন। ইভেন্টটির থিম হলো: “Crafting Space, Shaping Habitat”।

Cc11

Cc22

'বাংলাদেশ আর্ক সামিট ২০২৫'-এর ৩য় দিনের আয়োজন

 

আর্ক সামিট ২০২৫- এর ৩য় দিনে (১৩ই ডিসেম্বর) ছিল বিভিন্ন আয়োজন -

  • কফি টক – ‘ভূমিকম্প সহনশীলতা বাড়াতে ইন্টেরিয়র আর্কিটেকচারের কৌশলসমূহ' (Interior Architectural Approaches To Enhancing Earthquack Resilience)। স্পিকার ছিলেন – প্রকৌশলী মোঃ শামসুল আলম, স্থপতি শফিক রহমান, স্থপতি সুদেষ্ণা এস. চৌধুরী। সেশনটি পরিচালনা করেছেন – স্থপতি এম. ওয়াহিদ আসিফ।

  • গোলটেবিল আলোচনা

  • পূর্ণাঙ্গ অধিেশন (Plenary Session), সেমিনর ১: 

'সহনশীলতা গড়ে তোলা: মানুষের মনোবল ও কমিউনিটির শক্তি ধরে রাখে এমন স্থাপত্য' (Building Resilience: Architecture Upholding Human Spirit and Community Strength)। স্পিকার ছিলেন – স্থপতি রাচাপর্ন চুচুয়ে (থাইল্যান্ড), স্থপতি মিনসুক চো (সাউথ কোরিয়া),স্থপতি মেরিনা তাবাসসুম (বাংলাদেশ)।

 
  • প্যানেল ডিসকাশন: স্থপতি রাচাপর্ন চুচুয়ে (থাইল্যান্ড), স্থপতি মিনসুক চো (সাউথ কোরিয়া), স্থপতি খন্দকার হাসিবুল কবির, স্থপতি মেরিনা তাবাসসুম, স্থপতি মোঃ ইকবাল হাবিব। (বাংলাদেশ)। সেশনটি পরিচালনা করেছেন – স্থপতি ফারহানা শারমিন ইমু। 

  • পূর্ণাঙ্গ অধিেশন (Plenary Session), সেমিনর ২: 

'পরিবর্তনশীল শহরের আকাশরেখা: ট্রপিক্যাল আবহাওয়া ও ঘন শহরের সাথে খাপ খাইয়ে নেওয়া' (Evolving Skylines: Navigating with Tropical Climates and Urban Density)। স্পিকার ছিলেন – স্থপতি প্যাট্রিক ডি’রো(সিনথেসিস আর্কিটেক্টস)জারিও  , স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার, (নকশাবিদ আর্কিটেক্টস) স্থপতি মোঃ এহসান খান (এহসান খান আর্কিটেক্টস লিমিটেড), স্থপতি নাহাস আহমেদ খলিল (ARC Architectural Consultants), স্থপতি রবার্ট বান্নুরা (স্টিভেন হল আর্কিটেক্টস)।

সমাপনী বক্তব্য দিয়েছেন স্থপতি মুস্তাফা খালিদ পলাশ।

 

আর্ক সামিট ২০২৫- এর ৩য় দিনে (১৩ই ডিসেম্বর) ছিল বিভিন্ন আয়োজন -

  • কফি টক – ‘ভূমিকম্প সহনশীলতা বাড়াতে ইন্টেরিয়র আর্কিটেকচারের কৌশলসমূহ' (Interior Architectural Approaches To Enhancing Earthquack Resilience)। স্পিকার ছিলেন – প্রকৌশলী মোঃ শামসুল আলম, স্থপতি শফিক রহমান, স্থপতি সুদেষ্ণা এস. চৌধুরী। সেশনটি পরিচালনা করেছেন – স্থপতি এম. ওয়াহিদ আসিফ।

  • গোলটেবিল আলোচনা

  • পূর্ণাঙ্গ অধিেশন (Plenary Session), সেমিনর ১: 

'সহনশীলতা গড়ে তোলা: মানুষের মনোবল ও কমিউনিটির শক্তি ধরে রাখে এমন স্থাপত্য' (Building Resilience: Architecture Upholding Human Spirit and Community Strength)। স্পিকার ছিলেন – স্থপতি রাচাপর্ন চুচুয়ে (থাইল্যান্ড), স্থপতি মিনসুক চো (সাউথ কোরিয়া),স্থপতি মেরিনা তাবাসসুম (বাংলাদেশ)।

  •  সাংস্কৃতিক সন্ধ্যা

Cc33

'বাংলাদেশ আর্ক সামিট ২০২৫'-এর ৩য় দিনের আয়োজন

 

প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2025 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.