‘সপ্তম বাকু আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার ২০২৫’-এ বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য অর্জন

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
৮ অক্টোবর, ২০২৫
‘সপ্তম বাকু আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার ২০২৫’-এ বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য অর্জন

আজারবাইজান প্রজাতন্ত্রের সংস্কৃতি মন্ত্রণালয় এবং স্থপতি ইউনিয়ন কর্তৃক আয়োজিত, ‘সপ্তম বাকু আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার ২০২৫’- এর ফলাফল অক্টোবর, ২০২৫ তারিখে বাকুর ফোর সিজনস হোটেলে ঘোষণা করা হয়েছে। এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মটিতে বাংলাদেশের পাঁচটি প্রকল্প একাধিক বিভাগে বিজয়ী হয়েছে।

বাংলাদেশী স্থপতিদের বিজয়ী প্রকল্পগুলো হলো:

বিভাগ B – সেরা বাস্তবায়িত প্রকল্প ( আবাসিক স্থাপত্য )

দ্বিতীয় স্থান: "নীড় - অবকাশ যাপনের বাড়ি", স্থপতি জিশান ফুয়াদ চৌধুরী

তৃতীয় স্থান: "মেঘরোদ (সূর্য এবং মেঘ)", স্থপতি মোহাম্মদ মাসুদ

বিভাগ C – সেরা বাস্তবায়িত প্রকল্প ( ইন্টেরিয়র )

দ্বিতীয় স্থান: "কোকা-কোলা অফিস ইন্টেরিয়র", স্থপতি শরীফ উদ্দিন আহমেদ

তৃতীয় স্থান: "ম্যাক ডিজাইন হাউস", স্থপতি শামস সানজিদা

বিভাগ D – সেরা অবাস্তবায়িত প্রকল্প

দ্বিতীয় স্থান: "মসজিদ আল লুকমান", স্থপতি ইকবাল সারাওয়াত

 

558998122 1359520616149817 49477844594635708 N"নীড় - অবকাশ যাপনের বাড়ি" (ছবিসূত্র: Salarchman Studio)

Meghrod"মেঘরোদ (সূর্য এবং মেঘ)" (ছবিসূত্র: Salarchman Studio)

557083477 1359520496149829 1837222758754470572 N"কোকা-কোলা অফিস" (ছবিসূত্র: Salarchman Studio)

Untitled 1"মসজিদ আল লুকমান" (ছবিসূত্র: রুফলাইনার্স স্টুডিও)

আন্তর্জাতিক প্লাটফর্মে এ অর্জনগুলো বাংলাদেশী স্থপতিদের সৃজনশীলতা, উদ্ভাবন এবং বিশ্বব্যাপী প্রতিযোগীতার মাঝে একটি দৃঢ় অবস্থান তুলে ধরে।


 প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2025 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.