‘বশিরুল হক ডিজিটাল আর্কাইভ’

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
২৬ জুন, ২০২৪
১২৮
‘বশিরুল হক ডিজিটাল আর্কাইভ’

স্থপতি বশিরুল হক, জাতীয় আন্তর্জাতিকভাবে সবচেয়ে প্রশংসিত বাংলাদেশী স্থপতিদের একজন। বাংলাদেশের তরুণ স্থপতিদের জন্য তার কাজ দর্শন, অনুপ্রেরণার সীমাহীন উৎস। তার কাজগুলো জাতীয় আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে আলোচিত প্রশংসিত হয়েছে। কয়েকটি অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে তার কর্মজীবন এবং দর্শন সম্পর্কে স্থপতিরা কিছুটা জানার সুযোগ পেয়েছিলেন, যা তার কাজের পরিধি সম্বন্ধে সকলের জানার আগ্রহ আরও বাড়িয়ে তোলে। বার্ধক্যজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণে তিনি গত এপ্রিল ২০২০ তারিখে মৃত্যুবরণ করেন।

Rgs

ছবি : স্থপতি বশিরুল হক

প্রয়াত স্থপতির জন্মবার্ষিকী উপলক্ষে, ২৪ জুন ২০২১ তারিখ আইএবি একটি অনলাইন প্রোগ্রামের আয়োজন করেছিল। অধ্যাপক ফিরদৌস আজিম, স্থপতি নাহাস আহমেদ খলিল, স্থপতি খান মোহাম্মদ মোস্তফা খালিদ, স্থপতি আহসান উল্লাহ মজুমদারসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। স্থপতি বশিরুল হক বাংলাদেশের স্থাপত্যের বর্তমান প্রবণতা চর্চার রূপদানে যে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন, তা নিয়ে বক্তব্য রাখেন গণ্যমান্য ব্যক্তিরা । প্রোগ্রামে, স্থপতি নাহাস আহমেদ খলিল বশিরুল হক অ্যান্ড অ্যাসোসিয়েটসের কাজ আর্কাইভ করার একটি প্রস্তাব স্থাপন করেন। পরবর্তীতে, স্থপতি খান মোহাম্মদ মুস্তফা খালিদ, আইএবি -এর পক্ষ থেকে একটি আর্কাইভ স্থাপনের জন্য অধ্যাপক ফিরদৌস আজিমের কাছে অনুমতি চেয়েছেন। স্থপতি ফারহানা শারমিন ইমু , পরবর্তীতে  এই উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন এবং এই উদ্দেশ্যে সমস্ত স্টেকহোল্ডারদের সাথে বিভিন্ন মিটিংয়ের আয়োজন করেন। আইএবি এবং স্থপতি বশিরুল হকের পরিবারের সদস্যদের সম্মতি পাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বশিরুল হক এবং অ্যাসোসিয়েটসের সমস্ত নথিপত্র অফিসে থাকবে এবং স্থপতির কাজের একটি ডিজিটাল আর্কাইভ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এই মহৎ উদ্দেশ্য নিয়েই বশিরুল হক ডিজিটাল আর্কাইভ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

 

1

ছবি : বশিরুল হক ডিজিটাল আর্কাইভ (প্রকল্প)

2

ছবি : বশিরুল হক ডিজিটাল আর্কাইভ (প্রকাশনা)

 

২৪ জুন, ২০২২-এ প্রয়াত স্থপতি বশিরুল হকের ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে, আইএবি -এর প্রতিনিধিরা স্থপতির ইন্দিরা রোডের বাসভবনে পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং একটি খসড়া এমওইউ (MOU) পেশ করেন, যা পরবর্তীতে সংশোধন করা হয়। ‘বশিরুল হক ডিজিটাল আর্কাইভ’-এর জন্য এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানটি ২৩ আগস্ট, ২০২২ আইএবি-তে অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে বশিরুল হকের পরিবার ও গণ্যমান্য স্থপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

‘বশিরুল হক ডিজিটাল আর্কাইভ’, স্থাপত্যবিদ বশিরুল হকের বিখ্যাত কাজগুলো তালিকাভুক্ত করার জন্য এটির একক ডোমেন সহ একটি ওয়েবসাইটের আকারে প্রতিষ্ঠিত হয়েছে। আর্কাইভটি এমন উল্লেখযোগ্য একটি প্ল্যাটফর্ম, যেখানে স্থপতির কাজের ড্রয়িংয়ের সংকলন আছে, সেইসাথে নির্মিত ও অনির্মিত প্রকল্পের ডকুমেন্টেশন রয়েছে। এতে স্থপতির লেখা ও সাক্ষাৎকারও আছে। ‘স্থাপত্য ও নির্মাণ’ – ম্যাগাজিনে প্রকাশিত হওয়া স্থপতির সাক্ষাৎকার এবং স্থপতির নিজস্ব বাসভবনের ডকুমেন্টেশনটিও ‘পাবলিকেশনস’ ক্যাটাগরিতে আর্কাইভে স্থান পেয়েছে। গত ২৪ জুন, ২০২৪ তারিখ, স্থপতি বশিরুল হকের ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আর্কাইভের ওয়েবসাইটটি চালু করা হয়।

'Bashirul Haque Archive' Link

49737236028 095f5b980d B

ছবি : স্থপতি বশিরুল হক

প্রয়োজনীয় সকল তথ্য এবং ওয়েবসাইট ডিজাইনের জন্য, আইএবি "কমিউন"-এর সাথে কাজ করেছে। বশিরুল হকের পরিবারের সদস্যদের মূল্যবান ইনপুটের মাধ্যমে ওয়েবসাইটটির গ্রাফিক ডিজাইন তৈরি করা হয়েছে। তথ্য সংগ্রহ এবং ডিজিটাইজেশন প্রক্রিয়াটি বর্তমান এবং অতীতের বশিরুল হকের সকল সহযোগী কর্মী এবং সহযোগীদের ধারাবাহিক উদ্যোগের ফলাফল। বিশেষ করে কিছু স্থপতির কথা উল্লেখ করতে হয় – স্থপতি শেখ আহসান উল্লাহ মজুমদার, স্থপতি সৈয়দ মনিরুল ইসলাম, স্থপতি এইচ.এম. আল রাকিব, স্থপতি শাহিদা সারমিন দিশা ও স্থপতি আল আমিন আবু আহমেদ আশরাফ দোলন।

ইরতেজা আমীনের নেতৃত্বে কমিউনের ওয়েব ডিজাইন টিমের সদস্যরা তথ্য সংগ্রহ ও গবেষণার কাজগুলো করেন। কমিউনের দলের সদস্যরা হলেন - ফারহান মাসুদ অনিক, আতকিয়া সাদিয়া রহমান, অদিতি হক, তারিফ তাসনিম আরাফ এবং আরাফাত নওয়াজ আঙ্কুর।

সম্পাদনায় : স্থপতি ফাইজা ফাইরুজ

 

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2024 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.