‘ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত উন্মুক্ত আর্কিটেকচারাল ডিজাইন প্রতিযোগিতা, ‘ENVISIONING A SAFE AND A SUSTAINABLE LIFE WITH ARCHITECTURE FOR A WATER NOMAD COMMUNITY IN BANGLADESH’-এর পুরস্কার প্রদান এবং প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ১৩ মার্চ, ২০২৪ তারিখ। প্রতিযোগিতার লক্ষ্য ছিল সৃজনশীল সমাধানগুলিকে কাজে লাগানো, যা বাংলাদেশের বেদে সম্প্রদায়ের দৈনন্দিন জীবনযাপনের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে। এ অনুষ্ঠানে আইএবি’ এর সম্মানিত সভাপতি স্থপতি প্রফেসর ডঃ খন্দকার সাব্বির আহমেদ এবং অক্সফাম-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। |
ছবি: প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কিছু আর্কিটেকচারাল প্রেজেন্টেশন ছবি স্বত্ব: ‘ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ’ |