আর্কিটেকচারাল ডিজাইন কম্পিটিশন (চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ডিজাইন)

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
২০ মার্চ, ২০২৫
আর্কিটেকচারাল ডিজাইন কম্পিটিশন (চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ডিজাইন)

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের (আইএফবি) সাথে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর পার্টনারশিপে আয়োজিত ওপেন আর্কিটেকচারাল ডিজাইন কম্পিটিশন (চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ডিজাইন)-এর বিজয়ী দলগুলোর নাম প্রকাশিত হয়েছে।

১৯ মার্চ, ২০২৫ তারিখে দুপুর ২.৪৫ মিনিটে প্রকল্পগুলোর প্রদর্শনী এবং উদ্বোধনী অনুষ্ঠানটি যৌথভাবে সভাপতিত্ব করেন আইএফবি-এর মহাপরিচালক মোঃ আবদুস সালাম খান এবং আইএবি-এর সভাপতি অধ্যাপক স্থপতি ডঃ আবু সাঈদ এম. আহমেদ।

 
 

পুরস্কার

আর্কিটেকচারাল ফার্মের নাম

স্থপতি এবং দলের সদস্য

১.

প্রথম পুরস্কার

 

স্থপতি মোঃ সাদেকুল বাশার

স্থপতি সাবরিনা আফতাব

স্থপতি ফারজানা রহমান

অনির্বান সিনহা 

মোঃ ফয়সাল মাহমুদ

মোঃ মাহমুদ খান

শেখ হামিম

মোহাম্মদ রিফাত হাসান

মোহাম্মদ শাফায়েত হোসেন

আতিকা বারি

হাসান ইউসুফ আবদুল্লাহ

মোঃ আশরাফুল আলম সজীব

মোঃ সাদেকুল ইসলাম

আফুল্লাহ হাওলাদার

২.

দ্বিতীয় পুরস্কার

স্পেটিয়াল আর্কিটেক্টস

স্থপতি মোহাম্মদ নাইমুল আহসান খান

স্থপতি ফারজানা রহমান

স্থপতি আকিব মোহাম্মদ নিবির

স্থপতি মাহিয়া মুসতারি নুশীন

স্থপতি মাহজাবিন নূর

স্থপতি শারফিন লাইলা আলম দৃষ্টি

স্থপতি রায়হানা আফরিন

আয়শা খাতুন

ফারিয়া মোশাররফ অরণী

মোঃ জাহিদ হাসান

৩.

তৃতীয় পুরস্কার

ফর্ম ৩ আর্কিটেক্টস

স্থপতি মোঃ দিদারুল ইসলাম ভূঁইয়া

স্থপতি এ.কে.এম. মুয়াজ্জাম হোসেন

স্থপতি সাবিহা সুলতানা সারা

মোঃ তারেক মুরাদ

মোহাম্মদ জুবাইরুল আলম

নায়েব মাহজাবিন চৌধুরী

মালিহা আফরোজ নিতু

শাম্মা সামিহা

আনিকা হক 

ওমামা বিনতে আলমগীর

মোহাম্মদ সাকিব

হাসিম রেজা

মনজুরুল করিম

জোবয়ের ইবনে আলম

তাসলিমা নাসরিন

মোহাম্মদ তৌহিদ মোয়াজ্জেম

মোঃ সাইফুল ইসলাম সাফি

মোঃ বাপ্পি শাহরিয়ার আজাদ

মাসুম বিল্লাহ রেমন

এ.এন.এম. রাফিউল হাসান

মাহদি সাদাত জুবাইর

হুমাইরা আহমেদ তিহি

ফারদিন সাঈদ

সুমাইয়া তাসনিম

সুমিত বিশ্বাস

সাজিয়া মাহমুদ

বিবি উম্মে তাসনিম মুনজারিন

মিতু বিশ্বাস

 
 

484547438 122197056836129900 5433374646049494797 Nবিজয়ী দলের ডিজাইন

484835939 122197056920129900 3937571197179442889 Nবিজয়ী দলের ডিজাইন

 
 

৪.

প্রথম সুপারিশপ্রাপ্ত পুরস্কার

নেটিভ ওয়ার্কস

স্থপতি শারফিন আফরোজ

স্থপতি মঈনুল আলম

স্থপতি মোঃ ওমর ফারুক সানিম

স্থপতি আবদুল্লাহ সাদ সিদ্দিক

স্থপতি তাসনিম জেরিন

স্থপতি রিসালাত আহমেদ

স্থপতি মেহরান হায়দার

স্থপতি সাব্বির আহমেদ

স্থপতি পারভিন আকতার নওরিন

স্থপতি জান্নাতুল ফেরদৌস মালিহা

স্থপতি আনিকা রওনক হোসাইন

৫.

দ্বিতীয় সুপারিশপ্রাপ্ত পুরস্কার

গ্রাউন্ড ওয়ান

স্থপতি মোহাম্মদ শাহনেওয়াজ

স্থপতি মোহাম্মদ আতিকুল হক

রেজওয়ান মোহাম্মদ

মোঃ তৌহিদ

স্টেনলি টি. কর্মকার

রাইসা আনিকা

প্রাজনা পারমিতা মজুমদার

মোঃ ইসমাইল হোসাইন

৬.

তৃতীয় সুপারিশপ্রাপ্ত পুরস্কার

আহমেদ হোসাইন আর্কিটেক্টস এন্ড অ্যাসোসিয়েটস

স্থপতি আশরাফুল আলম আহমেদ 

স্থপতি শেখ মোহাম্মদ রেজওয়ান

স্থপতি আযকা ঈশিতি

স্থপতি লামিয়া ফারহা

জান্নাতুল ফেরদৌস

রাফিদ নাহিয়ান

শেখ সজল আহমেদ

মিজানুর রহমান

আসাদুজ্জামান রওনক বকশি

 
483106169 10161241489524537 8605742591452663743 N485122444 10161242111689537 5880865669156066672 N485140880 1176694394460117 2883850650181471209 N485063195 1176694391126784 2161455061180701630 N

অন্যান্য দলগুলোর ডিজাইন


প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ 

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2025 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.