"আইএবি অ্যাওয়ার্ডস ২০২৩"

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
৫ মে, ২০২৪
১১৯
"আইএবি অ্যাওয়ার্ডস ২০২৩"

ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), ২৭ এপ্রিল, ২০২৪, শনিবারআইএবি গোল্ড মেডেল ২০২৩, আইএবি অ্যাওয়ার্ডস ২০২৩, এবং আইএবি ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডস ২০২৩এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

"আইএবি অ্যাওয়ার্ডস ২০২৩"- বিজয়ী সম্মানিত স্থপতিরা হলেন:

কনজারভেশন এবং রিভাইটালাইজেশন’ : বিচারকেরাকনজারভেশন এবং রিভাইটালাইজেশন’ বিভাগ থেকে দুটি প্রকল্প নির্বাচন করেছেন। স্থপতি আবু সাঈদ এম আহমেদ, স্থপতি মোঃ সারওয়ার হোসেন, স্থপতি মোঃ খালেদ শামস খান এবং স্থপতি মোঃ মাসরুর মামুন হোসেনকে তাদের 'বারো সরদার বাড়ি, সোনারগাঁও সংরক্ষণ' প্রকল্পের জন্য পুরস্কৃত করা হয় এবং 'মীর মঞ্জিল, মোহাম্মদপুর, ঢাকা' প্রকল্পের জন্য স্থপতি নাইম আহমেদ কিবরিয়া, স্থপতি আছিয়া করিম, স্থপতি মোহাম্মদ মাহমুদুল ইসলাম এবং স্থপতি মো. বাপ্পারাজ চৌধুরীকে পুরস্কৃত করা হয়।

'গবেষণা এবং প্রকাশনা' : স্থপতি মোঃ মোহাতাজ হোসেনকে 'বাংলাদেশে অবস্থিত বহুতল পোশাক কারখানার মধ্যে উৎপাদন স্থানের জন্য তাপীয় স্বাচ্ছন্দ্য বিষয়ক নির্দেশিকা' শীর্ষক গবেষণার জন্য পুরস্কৃত করা হয়। স্থপতি নাসরিন হোসেন এবং স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদকে 'বাংলাদেশে স্থাপত্যের পঞ্চাশ বছর' শীর্ষক প্রকাশনার জন্য পুরস্কৃত করা হয়।

440758642 1201153627714034 4127482680562519821 N

ছবি: "আইএবি ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডস ২০২৩" (গবেষণা এবং প্রকাশনা বিভাগ)

"আইএবি অ্যাওয়ার্ডস ২০২৩"-এর স্বান্তনাসূচক পুরস্কারগুলো হল :

বাসস্থান : নূর বাসভবন, বন্দর, নারায়ণগঞ্জ প্রকল্পটির জন্য স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী, স্থপতি শাওকি শামীম, স্থপতি সাবিহা সুলতানা, স্থপতি মুহাম্মদ ফরহাদ হোসেন, স্থপতি মোঃ ওবিদুর রহমান, ‘বাসস্থান’ বিভাগে পুরস্কৃত হয়েছেন।

'গবেষণা এবং প্রকাশনা' : মুন্সীগঞ্জের "ঘোরের হাট"-এর স্থানীয়ভাবে তৈরি প্রিফেব্রিকেটেড বাসস্থান: স্থানীয় আবাসন ব্যবস্থা এবং ব্যবহারকারীর পছন্দের বিষয়ে অনুসন্ধান বিষয়ক একটি গবেষণা এবং প্রকাশনার জন্য স্থপতি হুমায়রা আনানকে পুরস্কৃত করা হয়।

Jury Panel

ছবি: জুরি প্যানেল ("আইএবি ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডস ২০২৩")

"আইএবি ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডস ২০২৩"- বিজয়ী সম্মানিত স্থপতিরা হলেন:

'রিটেইল' : স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি মামনুন মোর্শেদ চৌধুরী, স্থপতি ড্যানিয়েল হক এবং স্থপতি মাজহার উদ্দিন আহমেদ চৌধুরী তাদের প্রকল্প 'পিএমজি গ্যালারি, তেজগাঁও'-এর জন্য 'রিটেল' বিভাগে পুরস্কৃত হয়েছেন।

হসপিটালিটি অ্যান্ড হেলথ কেয়ার’ : স্থপতি মোস্তফা আমীন, স্থপতি মোঃ কায়সার হোসেন, স্থপতি কাজী মেফতাহুল আরেফিন, স্থপতি আদনান ফেরদৌস হক এবং স্থপতি মাহমুদ হোসেন তাদের প্রকল্পসাইরু হিল রিসোর্ট, বান্দরবান - এর জন্যহসপিটালিটি অ্যান্ড হেলথ কেয়ার’ বিভাগে পুরস্কৃত হয়েছেন।

 

Interior

ছবি: "আইএবি ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডস ২০২৩"- বিজয়ী সম্মানিত স্থপতিরা

 

"আইএবি ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডস ২০২৩"-এর স্বান্তনাসূচক পুরস্কারগুলো হল :

‘রেস্তোরাঁ, ক্যাফে এবং বার’ : গ্যারেজ ফুড কোর্ট, তেজগাঁও, ঢাকা - প্রকল্পটির জন্য স্থপতি ফারহিন আশরাফী, স্থপতি তালহা মাহমুদ দীপ্ত এবং স্থপতি মোঃ সাজ্জাদ হোসেন সোহাগকে পুরস্কৃত করা হয়।

বাসস্থান : কামিনী বাসভবন, বারিধারা, ঢাকা- প্রকল্পটির জন্য স্থপতি নেহলিন আহমেদ চৌধুরী, স্থপতি মোঃ রবিউল ইসলাম, স্থপতি মোঃ কামরুল ইসলাম এবং দিনা বাড়ি, নরসিংদী- প্রকল্পটির জন্য স্থপতি মোস্তফা আমীন, স্থপতি মোঃ কায়সার হোসেন, স্থপতি মোহাম্মদ তায়েফ হাসান, স্থপতি মোঃ মেহেদী বিন আহসানকে পুরস্কৃত করা হয়।

Gold Medel Committee

ছবি: আইএবি গোল্ড মেডেল কমিটির সদস্যরা


সম্পাদনায় : স্থপতি ফাইজা ফাইরুজ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2024 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.