আয়না বুড়ির আদার, কানাইখালী, নাটোর

স্থাপত্য ও নির্মাণ
প্রকল্প
২০ নভেম্বর, ২০২৩
২,০৩২
আয়না বুড়ির আদার, কানাইখালী, নাটোর

প্রকল্পের নাম: আয়না বুড়ির আদার
অবস্থান: কানাইখালী, নাটোর সদর
প্রকল্পের ধরন: আবাসিক (একক)
গ্রাহক: সোহানী হোসেন
মোট নির্মাণ এলাকা: ৩৪০০ বর্গফুট / ৩১৫ বর্গমিটার
ডিজাইনের সময়কাল: ডিসেম্বর, ২০১৮ – এপ্রিল, ২০১৯
প্রকল্পের সূচনা: মে, ২০১৯
প্রকল্প সমাপ্তি: জানুয়ারী, ২০২২
খরচ: প্রায় ৯০,০০,০০০ টাকা (অভ্যন্তরীণ এবং আসবাবপত্র সহ)
কনসাল্টিং ফার্ম: Sharal Architects
প্রধান স্থপতি: মোঃ মাইনুল ইসলাম এবং অনিন্দিতা লাজ বন্তি
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার: সঞ্জয় মোহন সরকার
সাইট ইঞ্জিনিয়ার: সাগর আহমেদ
ফটোগ্রাফার: জুনায়েদ হাসান প্রান্ত

[প্রকল্প তথ্য “Sharal Architects” থেকে সংগৃহীত]

619685e6 89cb 4da0 B143 E7d1a72c67ac

ছবি : ইটের জালি

স্থপতি মোঃ মাইনুল ইসলাম
মোঃ মাইনুল ইসলাম বাংলাদেশের একজন প্রতিশ্রুতিশীল তরুণ স্থপতি এবং স্বনামধন্য আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম “Sharal Architects” এর প্রতিষ্ঠাতা। তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ডে স্থাপত্য বিষয়ে পড়াশোনা শুরু করেন এবং পরে বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। ঢাকায় আসন্ন “শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম” এর ধারণা এবং বেশ কয়েকটি উচ্চ ভবনের প্রকল্পের স্থপতি ছিলেন।

স্থপতি অনিন্দিতা লাজ বন্তি
অনিন্দিতা লাজ বন্তি বাংলাদেশের একজন তরুণ এবং প্রতিভাবান স্থপতি এবং স্বনামধন্য আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম “Sharal Architects” এর সহ-প্রতিষ্ঠাতা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অক্সফোর্ডে অবস্থিত মিয়ামি ইউনিভার্সিটি থেকে স্থাপত্যে মাস্টার্স (M.Arch) ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্থাপত্য বিভাগে একজন প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তার স্থাপত্য জীবনের শুরু থেকেই, তিনি নতুন কিছু উদ্ভাবনের আকাঙ্ক্ষা করেছিলেন, যা বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের সাংস্কৃতিক মূল্যবোধকে ব্যাপকভাবে বৃদ্ধি করবে। তার নকশা পদ্ধতি স্থানীয় পরিবেশ এবং সংস্কৃতির সাথে জড়িত থাকার অনুভূতি জাগিয়ে তোলে।

“আয়না বুড়ির আদার” নামটির মতই ভবনটির সৌন্দর্য্য একটা নিজস্বতা বহন করে। ভবনটি বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের নাটোর জেলার একটি ছোট আবাসিক এলাকায় অবস্থিত। মানুষ সবসময় প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করে। এজন্য স্থপতিদের লক্ষ্য ছিল ভবনটিতে আলো বাতাসের প্রচুরতা ঘটানো এবং মানুষ ও প্রকৃতি পরস্পরের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি করা। মূলত তাদের প্রচষ্টা ছিল নিজস্ব সাংস্কৃতিক পরিবেশে অনেক কম খরচে একটি আপন আঙিনা তৈরি করা।

ভবনটি ২.৭ কাঠা( ১৮৫ বর্গ মিটার )জমির উপর অবস্থিত। ভবনটির সামনের অংশ অর্থাৎ পশ্চিম দিকে কানাইখালী মাঠ অবস্থিত। এই কানাইখালী মাঠ বহু বছর আগে একটি গভীর জঙ্গল ছিল, যেখানে বন্য প্রাণীদের দ্বারা সৃষ্ট বিপদে মানুষ বসবাস করতে ভয় পেত। ধারনা করা হয় আয়না নামের একজন বৃদ্ধ মহিলা প্রদীপ জ্বালিয়ে তার নিজস্ব আস্তানা গড়ে তুলেছিলেন এখানে এবং প্রকৃতি তাকে নির্ভয়ে বসবাস করার অনুমতি দিয়েছিল। এর উপর অনুপ্রাণিত হয়ে বাড়ির নাম রাখা হয় “আয়না বুড়ির আদার “( অর্থাৎ আয়না বুড়ির জঙ্গল)।

ক্লায়েন্ট তার বয়স্ক মা এবং বৃহত্তর পরিবারের সকল সদস্য সমাবেশের জন্য ভবনটি তৈরি করেন। ভবনটিতে লাগোয়া টয়লেট, বারান্দা, বসবার ঘর, রান্নাঘর, স্টোররুম, স্টাডিরুম এবং টেরেস সহ ৬টি বেডরুমের ব্যবস্থা রয়েছে। ভবনটি নির্মাণে কংক্রীট, লাল ইট, কাচ, কাঠ এবং এসএম বারের মতো বিল্ডিং উপাদান ব্যবহার করা হয়েছে। ভবনটিতে রঙ ও টেক্সচার ফুটিয়ে লাল ইট, কংক্রীট আর সবুজ গাছপালা মিলেমিশে নয়নাভিরাম দৃশ্যের অবতারনা করেছে। কাঠামোর ভেতরে প্রকৃতির ছোয়া পেতে তিনতলা পর্যন্ত সিঁড়ির পাশে একগুচ্ছ বাঁশগাছ লাগানো হয়েছে।

49ab0f62 305a 43c3 800a 40f50e8107f2

D1e2b653 C838 4180 Bfde F599f126b8f6

ছবি : ডিজাইনের ধাপসমূহ

ভবনটির বেসিক ভার কমানোর জন্য মাঝখানে খোলা জায়গা ছেড়ে দিয়ে পূর্ব-পশ্চিম বরাবর দুটি লিনিয়ার লিভিং স্পেস তৈরি করা হয়েছে। নিচতলার খোলা জায়গাটি কেন্দ্রীয় উঠান হিসেবে কাজ করে এবং খোলা জায়গার মধ্যেই বারান্দা, ও সরাসরি প্রবেশ পথের ব্যবস্থা করা হয়েছে। মূলত পুরো ভবনের প্রকৃত সংযোগ এই খোলা প্রাঙ্গন দিয়েই উন্নত করা হয়।

2afc0807 1f2a 4054 85b5 8b542422f0b2

ছবি : এক্সোনোমেট্রিক ছেদচিত্র AA

224165f8 1a64 48dc 9570 54755842d1e3

ছবি : এক্সোনোমেট্রিক ছেদচিত্র BB

075d86ff 4b02 4910 B935 02aec34765dc

ছবি : উঠোন (দিন)

13b836c4 A29e 469a B760 Acc48fc8dc0e

ছবি : উঠোন (রাত)

A0ba3b4a B679 4ac6 8479 Cd4cbcb7153d

ছবি : স্টাডি টেরাস (দিন)

37964e0e F72c 4faf Ae33 754fb7c8ef9e

ছবি : স্টাডি টেরাস (রাত)

29d70bed A910 4b1e Bd04 4380b0da7326

ছবি : গ্রাউন্ড ফ্লোর প্ল্যান

54b3a4c4 E33a 4dcd B4ef 4d8be8cfe358

ছবি : ফার্স্ট ফ্লোর প্ল্যান

F0c086b3 0af7 4e4e B2ab F667dadd4444

ছবি : সেকেন্ড ফ্লোর প্ল্যান

ভবনের মাঝে প্রধান সিঁড়ি এবং অন্যান্য সুবিধাগুলো উঠানের চারদিকে স্থাপন করা হয় যেন প্রাকৃতিক আলো বাতাস ভেতরের স্থানগুলোতে প্রবেশ করতে পারে। নিচতলার উত্তর দিকে রান্নাঘর, স্টোররুম, হাউজকিপার রুম ও গেস্টরুম দেয়া হয়েছে। গেস্টরুমের সাথে রয়েছে অ্যাটাচড টয়লেট। ভবনের দক্ষিণ দিকে বড় পরিসরে বসারঘর ও খাবার জায়গা এবং একটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় তলায় উত্তর দিকে দুটি বেডরুম এবং দক্ষিণে একটি বেডরুম ও পারিবারিক বসার জায়গা করা হয়েছে। এর প্রতিটি বেডরুমের সাথে অ্যাটাচড টয়লেট ও বারান্দা আছে। পশ্চিম দিকের ছোট জানালা এবং ১২ ইঞ্চি পুরু দেয়াল দিয়ে বেডরুমের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়।46384079 1220 4241 A226 B374be08cdfe

5db192d6 A996 4ec2 B22e F6b5d9c11f5d

ছবি : দক্ষিণ দিকের এলিভেশন

90edde12 906a 4844 9836 1b7d2441379b

ছবি : উত্তর দিকের এলিভেশন 

95b9f25e 4c95 43f3 B88b 203251d8f3c2

ছবি : পূর্ব দিকের এলিভেশন

3f7dbf1f 537f 43db B75a 1afa7a676e0b

ছবি : পশ্চিম দিকেরএলিভেশন

A82c9096 94eb 4897 B36c F5f933461c08

ছবি : উঠোন

2d67b8ae D402 421f Aac6 77e6712a628d

ছবি : বেলকনি

C4158b61 4270 429b A3a5 Ea0fcf38a0db

ছবি : সিঁড়ি

বড় জানালাগুলোর প্রতিটি কম্পার্টমেন্টে ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয়তলার উত্তর দিকে একটি বেডরুম,কমন টয়লেট ও স্টাডিরুম দেয়া হয়েছে। স্টাডিরুমের সামনে বড় পরিসরে টেরেসের ব্যবস্থা করা হয়েছে এবং টেরেসের ওপর পারগোলা দেয়া হয়েছে। স্থপতিবৃন্দ এ অংশটিতে স্থাপতিক বৈশিষ্ট্য দান করে এর সৌন্দর্য্য বৃদ্ধি করেছেন। তৃতীয় তলার দক্ষিণেও একটি বেডরুম, স্টোররুম এবং সাথে একটি টেরেস আছে। এই টেরেস থেকে সর্পিলাকার সিঁড়ি ছাদে উঠে গেছে।

রঙ, টেক্সচার, পরিবেশের জন্য মাঝখানে শূণ্য জায়গা ছেড়ে দেয়া, কারিগরি, আলো-বাতাস চলাচলকে সুবিধাজনক করার জন্য খোলা টেরেস তৈরি করে প্রকৃতির সাথে সংযোগ বজায় রাখা সবকিছু ভবনটি এলাকায় একটি ব্যতিক্রম বৈশিষ্ট্য তুলে ধরেছে।

492c4fa0 E883 4c1c 9cd8 4df73e5af75d

ছবি : প্যাঁচানো সিঁড়ি

2d76e3ec 0312 4fce Be17 93cb4df3bdee

ছবি : করিডোরের সংযোগ

C3653a08 7808 4816 A4a8 A73306c93b58

ছবি : করিডোর (রাত)

1e587d64 6d4c 4cf9 Bdc1 Ca8cab461174

ছবি : বসার ঘর

Bc8e8f38 4a30 4f53 A042 642fc70b1eab

ছবি : খাবার ঘর

6214bdb0 64f7 4975 872b 7eceba46dc0b

ছবি : ফ্যামিলি লিভিং

212d522a Ea43 43f0 8c6f F169a5bb4530

ছবি : স্টাডি ঘর

সম্পাদনায় : স্থপতি নিশি সাইমুন (B. Arch. , BUET)
নির্ণয় উপদেষ্টা লিমিটেড, পান্থপথ

আপনার মতামত দিন

কমেন্ট

User Image

অ্যাডভোকেট রানা হামিদ

১ মার্চ, ২০২৪

খুবই সুন্দর বাড়ী

Logo
Logo
© 2024 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.