|
বাংলাদেশের স্থপতি এবং স্থাপত্যের শিক্ষার্থীর কাজ আবারও আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল হয়ে উঠেছে। ‘ARCASIA অ্যাওয়ার্ডস ফর আর্কিটেকচার ২০২৫’- এ বাংলাদেশের ২টি প্রকল্প এবং ‘আর্কএশিয়া থিসিস অফ দ্যা ইয়ার ২০২৫’ (TOY 2025)- এ বাংলাদেশের শিক্ষার্থী এওয়ার্ড পেয়েছে। ‘আর্কএশিয়া (ARCASIA) পুরষ্কার, এশিয়া মহাদেশ জুড়ে স্থপতিদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানের মধ্যে একটি। এই পুরষ্কারগুলি আবাসিক এবং বাণিজ্যিক স্থান থেকে শুরু করে নগর পরিকল্পনা পর্যন্ত বিভিন্ন বিভাগে উদ্ভাবনী, টেকসই এবং সাংস্কৃতিকভাবে প্রাসঙ্গিক প্রকল্পগুলিকে স্বীকৃতি দেয়। |
|
ঢাকার বাইরে রূপগঞ্জ উপজেলার বিরাবো বাজারের কাছে শীতলক্ষ্যা নদীর তীরে ৩.৯ বিঘা জমির উপর একটি আবাসিক ভবন - "চাবি" প্রকল্পের জন্য স্থপতি এনামুল করিম নির্ঝর একক-পরিবার আবাসিক প্রকল্প বিভাগে (সিঙ্গেল-ফ্যমিলি রেসিডেন্সিয়াল প্রজেক্ট ক্যাটাগরি) গোল্ড মেডেল পেয়েছেন।
"চাবি হাউস" প্রকল্পটি প্রমাণ করে যে কীভাবে নান্দনিকতা, কার্যকারিতা এবং সংস্কৃতি বিশ্বমানের স্থাপত্যের সাথে মিশে যেতে পারে। |
|
|
|
‘From Industrial Wasteland to Ecological Oasis’ প্রকল্পটি ‘সোশ্যাল রেসপন্সিবল আর্কিটেকচার’ হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে। ‘স্থাপতিক’ আর্কিটেকচারাল কনসাল্টেন্টের করা এ প্রকল্পের প্রধান স্থপতি হলেন শরীফ উদ্দিন আহম্মদ। প্রকল্পটি মূলত একটি ল্যান্ডস্কেপ প্রকল্প। কনটেক্সটের কমপ্লেক্সিটি বা সাইট ও সাইটসারাউন্ডিং কন্ডিশান এবং মানুষ ও জীববৈচিত্র্যের সমাধান নিয়ে কাজ করা হয়েছে প্রকল্পটিতে। বিশেষ করে জলাবদ্ধতা (passive hydrological solution), বন্যপ্রানীর পানি খাওয়া বা আবাস ব্যবস্থার জন্য এক্সিস্টিং ম্যাটেরিয়াল ব্যবহার করে একটি কমন স্পেস তৈরি করার যে চেষ্টা, তার স্বীকৃতি স্বরুপ এই পুরষ্কার। |
|
‘আর্বান টিউন-আপ: আর্কিটেকচারাল প্যাকেজের মাধ্যমে ব্লকভিত্তিক শহরের ছাদে জনজীবন ফিরিয়ে আনা’ শীর্ষক থিসিসের জন্য, DOA, BUET (Department of Architecture, Buet)-এর প্রভাষক রিদওয়ান নূর নাফিস (ব্যাচ '১৭) গোল্ড মেডেল পেয়েছেন। স্থপতি এবং অধ্যাপক ড. খন্দকার শাব্বির আহমেদ এবং মাহেরুল কাদের প্রিন্সের তত্ত্বাবধানে এই প্রকল্পটি ঢাকার ছাদসমূহকে জনজীবনের প্রাণবন্ত স্তর হিসেবে পুনর্কল্পিত করে। |
|
এই অসাধারণ স্বীকৃতিগুলি বাংলাদেশী স্থাপত্যের শক্তি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক অবস্থান তুলে ধরে। |
| প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ |