জয়নুল উৎসব ২০২৪

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
২ জানুয়ারী, ২০২৫
১৫
জয়নুল উৎসব ২০২৪

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তিন দিনব্যাপী উদ্যাপিত হলো জয়নুল উৎসব-২০২৪। এটি ছিল এই উৎসবের ২৪তম আসর।

 

২৯ ডিসেম্বর শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে প্রতিবছরই আয়োজন করা হয় তিন দিনের জয়নুল উৎসব। এ বছর ২৭, ২৮, ২৯ তারিখ চলেছে মেলা। চারুকলা অনুষদের মূল ফটকের পাশের করিডর দিয়ে ঢুকতেই হাতের ডানে করিডরে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।

1000023063
 10000230891000023090 
1000023071

প্রদর্শনীতে ছিল ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, প্রিন্টমেকিং, ওরিয়েন্টাল আর্ট, সিরামিকসহ সব বিভাগের শিক্ষার্থীদের আঁকা ছবি ও কাজ। শুধু যে শিক্ষার্থীদের আঁকা ও তৈরি করা পণ্যই বিক্রি হচ্ছে এমন নয়, শিক্ষকেরাও অংশগ্রহণ করেছেন তাঁদের নিজস্ব ইলাস্ট্রেশন তৈরির মাধ্যমে।

 

অন্য পাশে নিজেদের সৃজনশীল পণ্যের সম্ভার নিয়ে বসেছিলেন দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা কারুশিল্পীরা। মাটির টেপা পুতুল, শোলায় তৈরি ফুল, মুকুট, মুখোশসহ আরও অনেক কিছু ছিল। এছাড়াও, হাতপাখা, তাঁতের তৈরি পণ্য, ঐতিহ্যবাহী নকশিকাঁথার বেশ কয়েকটি স্টল ছিল। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বায়োস্কোপ, শীতের পিঠা ও রকমারি খাবারের স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।


সম্পাদনায় : স্থপতি ফাইজা ফাইরুজ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2025 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.