|
কড়াইলে অবস্থিত ‘মাচান’(Machan) প্রকল্পটি (‘Paraa’ কর্তৃক আয়োজিত) ‘Social Engagement 2025’ ক্যাটাগরিতে ‘Ammodo Architecture Award’ অর্জন করেছে। প্রকল্পটি একটি পরিত্যক্ত আবর্জনার জায়গাকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিলিতভাবে সহজ, কমিউনিটি-নির্ভর ডিজাইনের মাধ্যমে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেছে। ‘Ammodo Architecture Award’-এর জন্য ১২টিপ্রকল্প নির্বাচন করা হয়েছে । প্রকল্পগুলোতে দেখা যায়, কীভাবে স্থপতিরা এবং ডিজাইন টিমের সদস্যরা একত্রে তাদের ডিজাইনের দক্ষতাকে সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা রক্ষার তাগিদে কাজে লাগায়। |
|
|
‘Korail – City of Culture’ হলো একটি টেকসই নগর উন্নয়ন উদ্যোগ, যা জার্মান ফেডারেল ফরেন অফিসের ক্রিয়েটিভ ইকোনমি প্রোগ্রামের সহায়তায়, গ্যোথে-ইনস্টিটিউট বাংলাদেশ, Paraa এবং জার্মান পার্টনার Floating e.V.-এর যৌথ সহযোগিতায় পরিচালিত হচ্ছে। ‘মাচান’, যার অর্থ বাংলায় ‘মঞ্চ’ বা ‘উঁচু প্ল্যাটফর্ম’ - এই প্রকল্পের মূল ভাবনা তুলে ধরে। করাইলের অল্প কয়েকটি খোলা জায়গার একটি হলো এরশাদ ময়দান, যেখানে কাঠামোটি রয়েছে। ময়দানটি দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলার স্থান হিসেবে ব্যবহৃত হতো। এই প্রকল্পের লক্ষ্য হলো কড়াইলের বাসিন্দাদের মধ্যে টেকসই সাংস্কৃতিক চর্চা গড়ে তোলা এবং নগর উন্নয়ন বিষয়ে স্থানীয় ও বৈশ্বিক আলোচনার পরিসর বাড়ানো। |
|
|
|
|
স্থানীয় স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী এবং Floating University Berlin-এর বিভিন্ন সহযোগীর সঙ্গে কাজ করে ‘Paraa’ এই জায়গাটিকে সবার জন্য মত প্রকাশের একটি যৌথ মঞ্চে পরিণত করেছে। গল্প বলা, মডেল তৈরি ও হাতে-কলমে নির্মাণ কাজের মাধ্যমে ৬০টিরও বেশি কর্মশালা ও আবাসস্থল এই নকশা গঠনে ভূমিকা রেখেছে, যেখানে কড়াইলের বাসিন্দারা এবং তরুণ ডিজাইনাররা একসঙ্গে কাজ করেছেন।
এই প্রকল্পটি বিভিন্ন ব্যক্তি ও দলের সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব হতো না। এখানে প্রকল্পের সঙ্গে যুক্ত সকলেই গবেষণা, নকশা, শেখা, উৎসব আয়োজনসহ নানা কাজে ভূমিকা রেখেছেন। প্রকল্পটি শুরু হয় ২০২১ সালে, এবং এখনও উন্নয়ন ও অগ্রগতির পথে চলমান রয়েছে। |
|
|
‘মাচান’প্রকল্প (ছবিস্বত্ব: City Syntax) |
| প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ |