পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রত্নতাত্ত্বিক খননে প্রাপ্ত নিদর্শন ঢাকার গোড়াপত্তন সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে।
|
ছবি: খননে প্রাপ্ত কয়েকটি গ্লেজড মৃৎপাত্র (ছবিসূত্র: প্রথম আলো) |
সুফি মোস্তাফিজুর রহমান বলেন, প্রাপ্ত নিদর্শন থেকে প্রমাণিত হয়েছে, ইসলাম খানের আগমনের অনেক আগেই ঢাকায় একটি প্রাসাদ দুর্গ ছিল। সুবাদার ইসলাম খানের সেনাপতি ও লেখক মির্জা নাথান তাঁর 'বাহারীস্তান-ই-গায়েবী' বইতে ঢাকায় যে দুর্গের কথাটি উল্লেখ করেছিলেন, সেটিকে পরে ইতিহাসবিদেরা ‘ঢাকাদুর্গ' হিসেবে উল্লেখ করে থাকেন। এই দুর্গে ইসলাম খান বসবাস করেছেন। কিন্তু প্রত্নতাত্ত্বিক খনন থেকে পাওয়া নিদর্শন যুক্তরাষ্ট্রের বেটা ল্যাবরেটরিতে কার্বন-১৪ পরীক্ষা করার পর প্রমাণ পাওয়া গেছে, এগুলো ১৪৩০ খ্রিষ্টাব্দের। ফলে এখন নিশ্চিতভাবেই বলা যাচ্ছে, এই দুর্গ ইসলাম খানের আসার আগেই নির্মিত হয়েছিল এবং এটিকে 'ঢাকাদুর্গ' নয়; বরং ‘ঢাকার দুর্গ' বলা সংগত। |
সম্পাদনায়: স্থপতি ফাইজা ফাইরুজ সূত্র: প্রথম আলো, কালের কন্ঠ |