ময়মনসিংহ শহর:
শহরটি আসলে রেল লাইন দিয়ে দুটি ভাগে বিভক্ত । এই শহরের নাগরিকগণ ব্রহ্মপুত্রের সাথে বাঁধা। নদীর সমান্তরালে গড়ে ওঠা এই শহরের দৈনন্দিন কর্মকাণ্ডের একটা বড় অংশ জুড়ে আছে এই নদী। শহরের সকল সরকারি স্থাপনা ও বেশ কিছু মন্দির প্রাচীনকাল থেকেই নদীর পাড় ঘেঁসে গড়ে উঠেছে এবং এই এলাকাটি তুলনামূলকভাবে অধিক সুবিধাপ্রাপ্ত । রেল লাইনের পশ্চিম দিকে বলতে গেলে শহরটির গুরুত্বপূর্ণ স্থাপনা নেই বললেই চলে এবং শহরবাসীর মানসিকতায় ও কাজকর্মেও তা স্পষ্টভাবে বোঝা যায়।
মাঠ পর্যায়ের জরিপ থেকে শহরের আইকনিক স্থান সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে, পাঁচটি পরিচিতি স্থান পাওয়া যায়। স্থানগুলো হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়, টাউন হল, জয়নুল পার্ক, মেডিক্যাল কলেজ এবং চরপাড়া মোড়।