‘আর্কএশিয়া এওয়ার্ডস ফর আর্কিটেকচার ২০২৫’ জিতেছেন বাংলাদেশি স্থপতি

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
২৭ অক্টোবর, ২০২৫
‘আর্কএশিয়া এওয়ার্ডস ফর আর্কিটেকচার ২০২৫’ জিতেছেন বাংলাদেশি স্থপতি

বাংলাদেশি স্থপতি এনামুল করিম নির্ঝর আর্কএশিয়া এওয়ার্ডস ফর আর্কিটেকচার ২০২৫’-এ স্বর্ণপদক জিতে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। দক্ষিণ কোরিয়ার ইনচিওনে অনুষ্ঠিত শিয়ান কংগ্রেস অফ আর্কিটেক্টস’-এ এই সম্মাননা প্রদান করা হয়।

‘আর্কএশিয়া (ARCASIA) পুরষ্কার, এশিয়া মহাদেশ জুড়ে স্থপতিদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানের মধ্যে একটি। এই পুরষ্কারগুলি আবাসিক এবং বাণিজ্যিক স্থান থেকে শুরু করে নগর পরিকল্পনা পর্যন্ত বিভিন্ন বিভাগে উদ্ভাবনী, টেকসই এবং সাংস্কৃতিকভাবে প্রাসঙ্গিক প্রকল্পগুলিকে স্বীকৃতি দেয়।

 

Images (1)স্থপতি এনামুল করিম নির্ঝর

31'চাবি হাউস' (Chaabi House)_ছবি: মারুফ রায়হান

 

ঢাকার বাইরে রূপগঞ্জ উপজেলার বিরাবো বাজারের কাছে শীতলক্ষ্যা নদীর তীরে ৩.৯ বিঘা জমির উপর একটি আবাসিক ভবন - "চাবি" প্রকল্পের জন্য স্থপতি নির্ঝর একক-পরিবার আবাসিক প্রকল্প বিভাগে (সিঙ্গেল-ফ্যমিলি রেসিডেন্সিয়াল প্রজেক্ট ক্যাটাগরি) এই পুরষ্কার পেয়েছেন।

 

স্থপতি নির্ঝর বলেন, "এই প্রকল্পটি মূলত মানসিক ও মানবিক স্থাপত্য নকশার অনুশীলনে একটি নতুন উদ্যোগ, যার লক্ষ্য - স্থান, আবেগ, প্রকৃতি এবং প্রেক্ষাপটের সাথে এক ধরণের সমীকরণ তৈরি করাএই উদ্ভাবনী প্রচেষ্টা ভবিষ্যত প্রজন্মকে প্রভাবিত করতে পারে।" তার ক্লায়েন্ট এটিএম মাহবুবুল আলম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন: “তিনি আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, যার ফলে আমি এমন একটি বাড়ি ডিজাইন করতে পেরেছিলাম যা প্রচলিত বাড়ির থেকে আলাদা এবং জীবনের সাথে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ।”

 

11'চাবি হাউস' (Chaabi House)_ছবি: মারুফ রায়হান

13'চাবি হাউস' (Chaabi House)_ছবি: মারুফ রায়হান

 

প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2025 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.