প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ গত ৯ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
১৩ আগস্ট, ২০২৪
১১০
প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ গত ৯ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

বাংলাদেশের প্রখ্যাত প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ, গত শুক্রবার (৯ আগস্ট) ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ বন্দর রক্ষা আন্দোলনের আহবায়ক ছিলেন। তার বয়স ছিল ৯৩ বছর। তিনি বাংলাদেশে আধুনিক, জটিল এবং ব্যাতিক্রমধর্মী কাঠামোগত প্রকৌশল বিদ্যার একজন পথপ্রদর্শক।

প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ ১৯৩১ সালের ৩১ জুলাই খুলনা শহরের দৌলতপুরে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ১৯৫০ সালে প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। বিখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের ‘বাস্তুকলাবিদ’ কনসাল্টিং ফার্মের তিনিও একজন প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তীতে, স্থপতি রবিউল হুসাইনের সাথে তিনি তার কনসাল্টিং ফার্ম, ‘শহীদুল্লাহ এন্ড অ্যাসোসিয়েটস্ লিমিটেড’ (Shaheedullah and Associates Ltd.) শুরু করেন। তার ডিজাইন এবং তত্ত্বাবধানে এদেশে বহু ইমারত, ব্রীজ, ফ্যাক্টরী নির্মিত হয়েছে।

স্থাপত্য ও নির্মাণ’-ম্যাগাজিনের সূচনালগ্নে প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ উপদেষ্টা ছিলেন। এ স্বনামধন্য প্রকৌশলীর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।

সহকারী সম্পাদনায়: স্থপতি ফাইজা ফাইরুজ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2025 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.