বাংলাদেশী নারী শিল্পীদের অনুপ্রেরণামূলক ম্যুরাল

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
১৮ এপ্রিল, ২০২৪
৭৫
বাংলাদেশী নারী শিল্পীদের অনুপ্রেরণামূলক ম্যুরাল
'ফিয়ারলেস কালেকটিভ', দক্ষিণ এশীয় নারী শিল্পীদের নিয়ে তৈরি একটি সংগঠন, যারা রূপান্তরমূলক  শিল্প উদ্যোগের জন্য বিখ্যাত। মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশে এ দলটি একটি প্রাণবন্ত ম্যুরাল তৈরি করে, যার কাজের প্রক্রিয়া শুরু হয় ২৩শে মার্চ, ২০২৪ তারিখে এবং শেষ হয় ২৯শে মার্চ,২০২৪ তারিখে। ফিয়ারলেস অ্যাম্বাসেডর তায়রা ফারহানা তারেক - এর নেতৃত্বে দিবারাহ মাহবুব (ফিয়ারলেস অ্যাম্বাসেডর), পাপিয়া সারোয়ার দিঠি, সাইদ মাইশা, প্রতীতি ইকবাল এবং মেহবুবা মাহজাবীন হাসান সহ বাংলাদেশী নারী শিল্পীদের একটি প্রতিভাবান দল ম্যুরালটি তৈরিতে কাজ করেন। ম্যুরালটি জেনেভা ক্যাম্পের নারীদের সহনশীলতা এবং শক্তির প্রতি একটি সম্মানসূচক প্রশংসার চিত্র হিসাবে তৈরি করা হয়েছে। 

ম্যুরালটি মোহাম্মদপুরের স্টুডিও ৬/৬-এ অবস্থিত।  প্রকল্পটি একটি সর্ব-মহিলা দলের হিসাবে তৈরি হলেও এখানে পুরুষ সহযোগীদেরও সমর্থন আছে। এটি ক্ষমতায়ন এবং সংহতির প্রতীক তৈরি করা হয়েছে। প্রকল্পটি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সম্পন্ন করা হয় এবং সংখ্যালঘু পরিষদের অংশগ্রহণকারীদের জন্য একটি সামাজিক ইফতার ভোজ দিয়ে সমাপ্ত হয়েছে।

'ফিয়ারলেস কালেক্টিভ' প্রকল্পটিতে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর প্রসারিত করার এবং শিল্পের মাধ্যমে পাবলিক স্পেস পুনরুদ্ধার করার চেষ্টা করেছে।'ফিয়ারলেস কালেক্টিভ'-এর মূল লক্ষ্য নারী শিল্পীদের  নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেয়া এবং একটি অর্থবহ পরিবর্তন তৈরি করা, একই সঙ্গে নারী শিল্পী ও কর্মীদের একটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা।

Img 9359

ছবি স্বত্ব: মেহবুবা মাহজাবীন হাসান

 Mg 8183

ছবি স্বত্ব: মেহবুবা মাহজাবীন হাসান

 Mg 8080

ছবি স্বত্ব: মেহবুবা মাহজাবীন হাসান

 Mg 0296

ছবি স্বত্ব: মেহবুবা মাহজাবীন হাসান

"এই দেশে আমরা সাধারণত বিজ্ঞাপন এবং রাজনীতিবিদদের বড় আকারের চিত্র দেখতে পাই, কিন্তু পরিশ্রমী লোকদের এটি সমর্থন করে না। একইসাথে আমরা শিল্পের শক্তিকে কাজে লাগিয়ে সামাজিক পরিবর্তনকে চালিত করতে পারি এবং একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ব তৈরি করতে পারি," বলেছেন তায়রা ফারহানা তারেক, ফিয়ারলেস অ্যাম্বাসেডর, যিনি এই প্রকল্পের নেতৃত্বে আছেন। "নারীদের ক্ষমতায়ন এবং তাদের কণ্ঠস্বর প্রসারিত করার জন্য ফিয়ারলেস কালেক্টিভের কাজের অংশ হতে পেরে আমরা গর্বিত।"

আরেকজন ফিয়ারলেস অ্যাম্বাসেডর, দিবারাহ মাহবুব বলেন, "এই ম্যুরাল প্রকল্পের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতার রূপান্তর ঘটেছে। এটি কেবল শিল্প সম্পর্কে নয়; আমরা যে গল্পগুলি বলি, নারী হিসেবে আমরা সমাজে যে প্রভাব ফেলতে পারি একইসঙ্গে পাবলিক আর্টে আইকনোফোবিয়া কাটিয়ে উঠতে পারি।"

 

Img 9472

ছবি স্বত্ব: মেহবুবা মাহজাবীন হাসান

 Mg 9977

ছবি স্বত্ব: মেহবুবা মাহজাবীন হাসান

 
 

 Mg 9901

ছবি: 'ফিয়ারলেস কালেকটিভ' দলের সদস্যরা

 

সম্পাদনায় : স্থপতি ফাইজা ফাইরুজ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2024 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.