|
ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (IAB) আয়োজন করেছে ‘ আর্ক সামিট ২০২৫’, যা বাংলাদেশের স্থাপত্যের জন্য একটি বড় আয়োজন। আজ ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ - চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (BCFCC) অনুষ্ঠিত হয়েছে এর একটি গুরুত্বপূর্ণ অংশ - বিল্ডিং ম্যাটেরিয়াল প্রদর্শনী ‘IAB Build Expo 2025’-এর উদ্বোধনী অনুষ্ঠান। দেশ-বিদেশের স্থপতি, ডিজাইনার, শিক্ষক এবং শিক্ষার্থীরা একসঙ্গে জড়ো হচ্ছেন বছরের সবচেয়ে বড় স্থাপত্য আয়োজনকে কেন্দ্র করে। |
|
|
|
|
আর্ক সামিট ২০২৫ ইভেন্টের সময়সূচি: ১১ - ১৩ ডিসেম্বর। আর্ক সামিট ২০২৫-এ আগামী দু’দিন থাকছে বিভিন্ন আয়োজন - স্থাপত্যের বিভিন্ন বিষয় নিয়ে দেশী-বিদেশী স্থপতিদের আলোচনা, বক্তব্য ও মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। এছাড়াও, তিনদিনব্যাপী বিভিন্ন দেশি-বিদেশি পুরস্কারপ্রাপ্ত প্রকল্পের প্রদর্শনী চলছে বিভিন্ন জায়গায় - বাংলাদেশ - চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (BCFCC), নর্থব্রুক হল, লালকুঠি, পুরান ঢাকা, উত্তরা-উত্তর মেট্রো স্টেশন, মানিক মিয়া এভিনিউ। |
|
|
|
|
|
| প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ |