ওপেন আর্কিটেকচারাল ডিজাইন কম্পিটিশন, ‘পূর্বাচল আন্তর্জাতিক কনভেনশন সেন্টার’-এর প্রদর্শনী এবং ফলাফল ঘোষণা

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
৫ মে, ২০২৪
১৪৫
ওপেন আর্কিটেকচারাল ডিজাইন কম্পিটিশন, ‘পূর্বাচল আন্তর্জাতিক কনভেনশন সেন্টার’-এর প্রদর্শনী এবং ফলাফল ঘোষণা

ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) কর্তৃক আয়োজিত ওপেন আর্কিটেকচারাল ডিজাইন কম্পিটিশন, ‘পূর্বাচল আন্তর্জাতিক কনভেনশন সেন্টার’-এর ফলাফল ঘোষণা এবং প্রকল্পগুলোর প্রদর্শনীর উদ্বোধন হয় গত ২৮ এপ্রিল, ২০২৪। এ ডিজাইন কম্পিটিশনে সহযোগী হিসেবে ছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ সিদ্দিকুর রহমান সরকার এবং আইএবি সভাপতি, অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ। প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল নিম্নরূপ:

প্রথম পুরষ্কার বিজয়ী: ত্রিকোণ আর্কিটেক্টস

স্থপতিবৃন্দ: স্থপতি মোঃ শফিক রহমান, স্থপতি মাশকুরা চৌধুরী, স্থপতি আব্দুল্লাহ আল রায়হান, স্থপতি মোঃ আল আমিন হোসেন, স্থপতি শুভ গোস্বামী, স্থপতি মোস্তফা রশীদ মাহি, স্থপতি নাবিলা নার্গিস।

দ্বিতীয় পুরষ্কার বিজয়ী: ডিকোন-কিউবইনসাইড

স্থপতিবৃন্দ: স্থপতি আবু আনাস ফয়সাল, স্থপতি খন্দকার আশিফুজ্জামান, স্থপতি মোঃ সাখাওয়াত হোসেন, স্থপতি আরিফ উজ জামান, স্থপতি রাকিবুল আলম, স্থপতি আহমেদ ফিরোজ উল হক।

তৃতীয় পুরষ্কার বিজয়ী: NEOFORM এবং DW JV

স্থপতিবৃন্দ: স্থপতি খালিদ আহমেদ খান, স্থপতি রাশেদ হাসান চৌধুরী, স্থপতি সায়াদিল আশরাফিন, স্থপতি সালমান করিম, স্থপতি মিঠুন রঞ্জন মজুমদার।

13441052559 1887619971681930 430645413473813455 N

ছবি: প্রদর্শনীতে প্রকল্পগুলোর কিছু ছবি

প্রথম স্বান্তনাসূচক পুরষ্কার বিজয়ী: ফর্ম ৩ আর্কিটেক্টস

স্থপতিবৃন্দ: স্থপতি মোঃ দিদারুল ইসলাম ভূঁইয়া, স্থপতি এ.কে.এম. মুয়াজ্জাম হোসেন, স্থপতি মইনুল আলম, স্থপতি মোঃ তারেক মুরাদ, স্থপতি সাবিহা সুলতানা সারা, স্থপতি মোঃ ওমর ফারুক সানিম।

দ্বিতীয় স্বান্তনাসূচক পুরষ্কার বিজয়ী: জিরো ডি কনসালটেন্টস

স্থপতিবৃন্দ: স্থপতি মোঃ আরিফ মান্নান রানা, স্থপতি নাজমুল আহমেদ রনি, স্থপতি এ.কে.এম. আশরাফুজ্জামান, স্থপতি মোঃ আজহার উল ইসলাম, স্থপতি শাহরিয়ার মান্নান, স্থপতি বি.এম. তাহাম্মুল কবির, স্থপতি মোঃ নাজমুশ শাকের, স্থপতি নাবিলা সায়েদ, স্থপতি মাহেরুল কাদের প্রিন্স, স্থপতি তানভীর রিয়াল, স্থপতি মনিরুজ্জামান বাবু, স্থপতি আবদুন নাঈম, স্থপতি ফয়সাল আল মাহমুদ।

তৃতীয় স্বান্তনাসূচক পুরষ্কার বিজয়ী: হেলদি বিল্ডিং রিসার্চ এন্ড ইনোভেশন কনসেপ্ট (HEALBRIC)

স্থপতিবৃন্দ: স্থপতি মোঃ আশিকুর রহমান জোয়ার্দ্দার, স্থপতি জয় দত্ত, স্থপতি সৈকত চন্দ্র মন্ডল, স্থপতি মোঃ ফাহাদ রহমান, স্থপতি সাদাফ সুমিয়া খান, স্থপতি মোঃ রকিবুল হাসান ভূঁইয়া, স্থপতি মোঃ মনির হোসেন, স্থপতি সিমান্ত গোস্বামী, স্থপতি মোঃ আকিবুর রহমান সিকদার, স্থপতি তাসনিম নাওয়ার, স্থপতি রাজিন সাচী, স্থপতি আজিজুল হক খান।

চতুর্থ স্বান্তনাসূচক পুরষ্কার বিজয়ী: প্রকৃতি নির্মান

স্থপতিবৃন্দ: স্থপতি আবু মুসা ইফতেখার, স্থপতি শহীদুল্লাহ ফারুক, স্থপতি খালিদ জারির, স্থপতি সাদিয়া বিনতে আমিন, স্থপতি মোঃ বোরহান উদ্দিন, স্থপতি তারেকুল ইসলাম, স্থপতি ইমাম হোসেন।

প্রকল্পগুলোর প্রদর্শনী আইএবি-এর মাল্টিপারপাস হলে ২৮শে এপ্রিল থেকে ৪ মে, ২০২৪, দুপুর ২:০০ টা থেকে ৮:০০ টা পর্যন্ত চলমান ছিল।

440991562 1887535021690425 7679589271628186379 N440946454 1887533951690532 6884984238759238060 NY7i
 441042146 1887534901690437 7555779943587139546 N440991556 1887632408347353 7541297534011984214 N 

ছবি: প্রদর্শনীতে প্রকল্পগুলোর কিছু ছবি

সম্পাদনায় : স্থপতি ফাইজা ফাইরুজ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2025 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.