কুটির শিল্পে বিসিকের ভুমিকাকে পুনরায় চিন্তা করা ও বাংলার কুটির শিল্পের পুনঃপ্রচার

স্থাপত্য ও নির্মাণ
শিক্ষার্থীদের প্রকল্প
২৮ ডিসেম্বর, ২০২৩
৩৬০
কুটির শিল্পে বিসিকের ভুমিকাকে পুনরায় চিন্তা করা ও বাংলার কুটির শিল্পের পুনঃপ্রচার

প্রকল্পের নাম: কুটির শিল্পে বিসিকের ভূমিকাকে পুনরায় চিন্তা করা ও বাংলার কুটির শিল্পের পুনঃপ্রচার
শিক্ষার্থীর নাম: ফরিদ উদ্দিন সোহাইল

প্রকল্পের নাম: কুটির শিল্পে বিসিকের ভূমিকাকে পুনরায় চিন্তা করা ও বাংলার কুটির শিল্পের পুনঃপ্রচার
শিক্ষার্থীর নাম: ফরিদ উদ্দিন সোহাইল
প্রকল্পের বছর: ২০২৩
স্টুডিও সুপারভাইজার: স্থপতি জিয়াউল ইসলাম ও স্থপতি তাহমিন হক

বিভাগীয় প্রধান নাম: ডঃ নওরোজ ফাতেমি

বিশ্ববিদ্যালয়: ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক

B1d6fef7 B54b 4e40 910c 383955489365

472cf4ce 9480 423b 8874 92643d42c84f

ছবি: বাংলাদেশের কুটিরশিল্পের মানচিত্র

বাংলাদেশের হস্তশিল্প বা কুটির শিল্পের হাজার বছরের গৌরবময় ইতিহাস থাকলেও নানা প্রতিবন্ধকতা, যথাযথ প্রচারণা বা ব্র্যান্ডিংয়ের অভাবে বহু বছর ধরে এই শিল্প অবহেলিত। এ শিল্পের গৌরব ফিরিয়ে আনতে বেসরকারি কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে চেষ্টা চালানো হলেও এর প্রভাব প্রয়োজনের তুলনায় কম।

যে প্রতিষ্ঠানটি বাংলার কুটির শিল্প বা হস্তশিল্পের জন্য সবচেয়ে বেশি সক্ষমতা রাখে তা হল "বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিসিক"। তবে এটা বলা যেতে পারে যে, বিসিকের তৎপরতা অনেকটাই ছোট শিল্প শহর ও প্লট বরাদ্ধ ভিত্তিক। যেখানে কারুশিল্প বা কুটির শিল্পের কার্যক্রম অনেকটাই অবহেলিত। তাই বিসিকের কুটির শিল্প কেন্দ্রিক দুর্বলতাগুলো চিহ্নিত করে বিসিকের মাধ্যমে কুটির শিল্প বা কারুশিল্পের ব্র্যান্ডিং বা প্রচারের মাধ্যমে এর গৌরবময় অধ্যায় ফিরিয়ে আনতে ভূমিকা রাখাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

এছাড়াও, প্রকল্পের আরেকটি উদ্দেশ্য হল বাংলার নৈপুণ্য নিয়ে কাজ করছে এমন বেসরকারি সংস্থা বা বিপণন সংস্থাগুলির প্রচারের আউটলেট বা ভবনগুলির স্থাপত্যকে প্রশ্ন করা এবং বিসিকের মাধ্যমে একটি মডেল তৈরি করার চেষ্টা করা। বাংলার কারুশিল্পের ব্র্যান্ডিং আউটলেটের স্থাপত্য কেমন হতে পারে।

এবং বিসিক-এর আঞ্চলিক ও জেলা পর্যায়ের অফিসগুলির কুটির শিল্পকেন্দ্রিক কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা এবং সারা বাংলায় কুটির শিল্পের বাজার ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা যাচাই করা। একই সঙ্গে দেখানোর চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের শিল্প-সাহিত্য, সাংস্কৃতিক ঐতিহ্য ইত্যাদি নিয়ে কাজ করে এমন সরকারি সংস্থার অফিস ভবনগুলোর স্থাপত্যের মডেল কী হওয়া উচিত। উপরোক্ত সমস্যা গুলো থেকে ধারনা পাওয়া যায়, বর্তমানে এই কুটির শিল্প এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। যা থেকে উত্তরনে সরকারী, বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সমাজের বুদ্ধিজীবী ও স্থপতিদেরও দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্ববোধ থেকেই এই থিসিস প্রজেক্টের শুরু… 

B9141aa1 E852 43aa 81ea 0b649a469103

ছবি : বিশ্বের কুটিরশিল্পের সময়রেখা

D22aa1b3 13f6 4a67 B760 9fec4562ee38

ছবি : বাংলার কুটিরশিল্পের সময়রেখা

কুটির শিল্প এনালাইসিস:
কুটির শিল্প বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম বাহক।এর সঙ্গে মিশে আছে হাজার বছরের গ্রামবাংলার মানুষের রূপ, বৈচিত্র, আবেগ, অনুভূতি। বাংলাদেশের অঞ্চলভিত্তিক পরিবেশের বৈচিত্র্য, কাঁচামালের প্রাপ্যতা, মানুষ ও সমাজের চাহিদা, জীবনের বৈচিত্র্যের ওপর ভিত্তি করে এ শিল্প যেমন গড়ে উঠেছে, তেমনি মিশে আছে বাংলা ও বাঙালির স্বকীয়ত, যা শুধুমাত্র বাংলার প্রতিনিধিত্ব করে। একই সঙ্গে এটা আমাদের গর্বের এবং এর নির্মাণ কৌশলে বাংলা ও বাঙালির নিজস্ব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।
সমস্যা সমাধানে যারা কাজ করে থাকেন :
বাংলাদেশের কুটির ও কারুশিল্প নিয়ে সাধারনত দুই ধরনের সংস্থা কাজ করে থাকে। 
১। বেসরকারি সংস্থা :  আড়ং, দেশী দশ, যাত্রা, কারিকা, কারুপন্য ইত্যাদি।
যদিও এই সংস্থাগুলোর বর্তমান সময়ে কুটির শিল্পকে প্রমোট করেছে, তবে সরেজমিন অনুসন্ধান ও কুটির ও কারুশিল্প গবেষক ও লেখক ‘আহমেদ তোফায়েল’ এর মতে “অতিরিক্ত বাণিজ্যিকিকরনের ফলে এদেশের কুটির শিল্পের মৌলিকতা ও বৈশিষ্ট্যগুলো হারিয়ে যাওয়ার ভয় থাকে”। ফলে এদের মাধ্যমে কুটির শিল্পের সাময়িক আর্থিক লাভ হলেও, দীর্ঘ মেয়াদে বাংলাদেশের ঐতিহ্য একেবারেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা ব্যপক। 
২। সরকারী সংস্থা: বাংলাদেশ শিল্প মন্ত্রনালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ইত্যাদি। 
সরকারী সংস্থাগুলো সাধারনত সেবামুলক প্রতিষ্ঠান হওয়ায় সাময়িক সামষ্টিক লাভের চেয়ে দীর্ঘমেয়াদী ও সামগ্রীক লাভেই আগ্রহ বেশী তাদের। ফলে কুটির শিল্পের উন্নয়ন ও সমস্যা দূরীকরণে সবচেয়ে বেশী সক্ষমতা রাখা সরকারী সংস্থা “বিসিক”-কে আমার ক্লায়েন্ট হিসেবে বেছে নিই। এবং প্রশ্ন করি ও জানার চেষ্টা করি...

963f11d3 7f1f 488d A322 69c32654f9f3

ছবি : কুটিরশিল্পের প্রচার

3fcac66f 1216 4d1b 9a5e 0e1e106062b7

26cec5da 6283 4b83 82c3 Ec6da9f1206b

ছবি : বিসিক

বিসিক এনালাইসিস :
বিসিক বা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন।
বিসিক হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের দায়িত্বে নিয়োজিত সরকারি খাতের মুখ্য প্রতিষ্ঠান। এটি সরকারি সিদ্ধান্তের আলোকে উন্নয়নমুখী ও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে। 

বিসিকের লক্ষ্যগুলো হচ্ছে -
১.   উৎপাদন বৃদ্ধি 
২.   কর্মসংস্থান সৃষ্টি
৩.   দারিদ্র্য বিমোচন
৪.   ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন
৫.   অর্থ ও মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ
৬.   দেশের আর্থ-সামাজিক উন্নয়ন

6b8670d9 Adb3 42c9 9340 85667f5a2ce1

ছবি : 'বিসিক'-এর ধারণা

সবচেয়ে বেশী সক্ষমতা রাখা সত্ত্বেও বিসিক কেন কুটির শিল্পের উন্নয়নে যথাযথ ভুমিকা রাখতে পারছে না?

বিসিকের প্রকাশনী থেকে জানা যায়, 
১.    বিসিক প্রতিষ্ঠার এতো বছরেও স্থাপত্যের অবস্থান ও কাঠামোগত অবস্থার কারনে প্রতিষ্ঠানটি এখনো অনেকটা লোক চক্ষুর আড়ালেই রয়ে গেছে।  
২.    প্রতিষ্ঠানের শিল্পনগর ভিত্তিক মনোভাব, সেই সাথে কুটির শিল্পের প্রতি অবহেলা। 
৩.    স্থায়ী বিক্রয় কেন্দ্র, প্রদর্শনী কেন্দ্র ও প্রশিক্ষন কেন্দ্রের মতো ফ্যাসিলিটির অভাব 

কাজের সুযোগ : 
বিসিক ও কুটির শিল্প উভয়ের সম্ভাবনা ও সমস্যার কারন অনুসন্ধান হতে প্রাপ্ত তথ্যের সাহায্যে স্থপতি হিসেবে স্থাপত্য দিয়ে কিভাবে ভুমিকা রাখতে পারি? 
প্রাথমিক কয়েকটি ব্যাপার খুজে পাই :
১.    বিসিক ভবনের ফিক্সড প্রোগ্রাম গুলোর সাথে বিপনন কেন্দ্র সংযুক্ত করা। যেটাকে বিসিকের প্রধান প্রোগ্রাম হিসেবে বিবেচিত করা হবে। 
২.    রিসার্চ ও ট্রেনিং সেন্টারের প্রয়োজন। 
৩.    লোকাল আর্টিসানদের ইতিহাস, কাজের পদ্ধতি সাধারন মানুষের সামনে উপস্থাপন (স্থাপনাটিকে মিউজিয়ামের মতো চিন্তা করা)
৪.    এক্সিবিশন গ্যালারি ও কালচার শেয়ারিং স্পেস আসবে। 
৫.    ভবনটির ম্যাটেরিয়াল ও এক্সপ্রেশন নিয়ে কাজ করা।
৬.    মেলার যায়গাকে ভিন্ন ভাবে চিন্তা করা।  

রিসার্চ কোশ্চেন :
বিসিকের বর্তমান ভবন ও কুটির ও কারুশিল্প নিয়ে কাজ করা অন্যান্য সরকারী ও বেসরকারি সংস্থাগুলোর ভবন উভয়কে এনালাইসিস করে প্রশ্ন করি,
সমসাময়িক সিচুয়েশনে বিসিক ভবনের স্থাপত্যটা কেমন হওয়া উচিত?

সাইট :
সাইটটি এমন ভাবে নির্বাচন করা হয়েছে, যেন গতানুগতিক অফিস এরিয়ার বাহিরে একটি রিক্রিয়েশনাল বা মার্কেট এরিয়াতে এমন প্রতিষ্ঠান গুলো গড়ে উঠলে তারা কিভাবে নিজ ভুমিকা যথাযথ ভাবে পালন করতে পারে তার একটি মডিউল দেখানোর জন্য। সেই লক্ষ্যে, খুলনা শহরের শিববাড়ি মোরের “বিসিক আঞ্চলিক অফিস”টিকেই যথাপযোক্ত মনে হয় ।

9febdbdb F4c7 4c79 8f43 82b5a747cab9

ছবি : সাইট বিশ্লেষণ

0cb8393f 221b 4ba6 8cbc 7fd2dab0f65c

ছবি : বিসিক

8e37b22a Ea0d 46e7 A8bf 79b4b1fea2b2

ছবি : ধারণাগত অঙ্কন

কনসেপ্ট :
প্রধানত ৩ টি বিষয়কে মাথায় রেখে পুরো প্রজেক্টটি ডিজাইন করা হয়েছে। ক্রাফটস, বিসিক ও সাইট। 
 এ তিনটির ফাইন্ডিংস গুলো থেকে শুর“তে প্রজেক্ট এর এপ্রোচ বুঝার চেষ্টা করা হয়েছে। তারপর প্রথমে ম্যাক্রো ও তারপর মাইক্রো লেভেলের জোনিং করে প্রজেক্টিকে পরিপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে। 

এখানে 
১. ক্রাফট বিল্ডিং এর ম্যাটেরিয়ালিটি, মুড, কন্টেক্সচুয়াল করতে সাহায্য করেছে।
২. বিসিক ভবনটির ইউজার গ্রুপের চাহিদা অনুযায়ী ভবনটিকে জোনিং করতে সাহায্য করেছে।
৩. সাইট বিল্ডিংটিকে শহর, শহরের মানুষ, প্রকৃতি,পরিবেশের সাথে খাপ খাওয়াতে সাহায্য করেছে। ভবিষ্যৎ সমস্যার অগ্রিম সতর্কতামুলক ব্যবস্থা নিতেও সাহায্য করেছে।

১. ক্রাফটস 
-    ক্রাফট মানুষকে ট্রেডিশনাল ফিল দেয়, সে জন্য আমাদের ট্রেডিশনাল জানালা ‘খরখরি’কে ডিজাইনের ফেনেস্ট্রেশন হিসেবে আনা হয়েছে।
-    ক্রাফট সাস্টেইনেবল কথা বলে, খরখরি ও ভবনে যথাযথ আলো বাতাসের ব্যবস্থা করে ভবনটিকে সাস্টেইনেবল করতে ভুমিকা রাখে।
-    ক্রাফট লোকাল ম্যাটেরিয়ালের তৈরি, খরখরিও লোকাল ম্যাটেরিয়াল।
-    তাছাড়া খুলনার ইট ও টালি দেশে বিদেশে বিখ্যাত, সেই হিসেবে ব্রিকটাকে লোকাল ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে।
8e8a5888 Bfd9 41b9 960f Fc3ca750cf88

২. বিসিক 
মুলত ৩ ধরনের ইউজার গ্রুপের একটি ভবন।
১.    শহুরে মানুষ 
২.    প্রশাসনিক মানুষ ও 
৩.    প্রান্তিক মানুষ
এদের কথা মাথায় রেখে ভবনটিকে ৩ ভাগে এমন ভাবে জোনিং করা হয়েছে, যেন প্রত্যেকটা জোন একইসাথে স্বতন্ত্র ও ভবনটির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভুমিকা রাখতে পারে।

শহুরে মানুষ
এখানে এদের জন্য ভবনটির নিচের দিকের জোনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা তাদের অজান্তেই তাদেরকে আকর্ষন করবে। তারা সেখানে মিলিত হবে, আড্ডা দিবে, তাদের মাঝে কুটির শিল্প সংক্রান্ত জ্ঞানের আদান প্রদান হবে। এবং দিনশেষে ওই ¯েপইসটি তাদেরকে কুটির শিল্প নিয়ে গর্বিত হতে উৎসাহিত করবে। এবং বিসিককে আরো গভীরভাবে জানতেও উৎসাহিত করবে।
মেলার যায়গা, প্রদর্শনী কেন্দ্রের মতো পাবলিক ফ্যাসিলিটিস গুলোকে ভবনটির নিচের  দিকের অংশে রাখা হয়েছে, যেন প্রথম দেখাতেই সবাই ভবনটিকে আপন ভাবে, কৌতুহলী হয় এবং ভবনটি প্রবেশ করে। আর তারপর সিমবায়োটিক ওয়েতে কুটির শিল্পের মেলা সহ প্রদর্শনী কেন্দ্র , বিসিক ও তার অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সাথে খুব সহজেই পরিচিত হতে পারে।

প্রশাসনিক মানুষ 
ভবনটির মধ্যবর্তী অংশে এদের রাখার কারন 
-     একই সাথে প্রান্তিক মানুষ ও শহুরে মানুষ এর সাথে ভিউজুয়াল কমিউনিকেশন বাড়ানো। 
-     প্রশাসনিক কার্যক্রম সহজ করা। 
-     আবার সাধারন মানুষের গ্যাদারিং থেকে কিছুটা আলাদা করার জন্যও।
-      প্রশাসনিক স্টাফদের মধ্যে সেন্ট্রিক রিলেশনশিপ , ভিজ্যুয়াল ইন্টারেকশন ও স্বাস্থ্যকর অফিস পরিবেশ রাখার চেষ্টা করা হয়েছে।

প্রান্তিক মানুষ 
প্রান্তিক মানুষরা সাধারনত বাধাহীন প্রাকৃতিক পরিবেশে স্বা”ছন্দ্য বোধ করে। একটি হাইরাইজ ভবনের উপরের অংশটুকুতে সে সুযোগ সুবিধা গুলো নিশ্চিত করা সর্বদিকথেকে সাশ্রয়ী হওয়ায় জোনটিকে ভবনের উপরের অংশে রাখা হয়েছে। পর্যাপ্ত গার্ডেনিং ও উপযুক্ত খোলামেলা যায়গা নিশ্চিত করেই ট্রেনিং ইন্সটিটিউট সহ তাদের বিচরনের অংশটুকু ডিজাইন করা হয়েছে। যেন তাদের মনে হয়, তারা নিজ পরিবেশেই আছেন।

F6d4638a 2a79 4a1e A522 562b29441c63

ছবি : কুটিরশিল্পের প্রদর্শনী

৩. সাইট 
- এই সাইটিই কেনো আমার কনসেপ্ট ও ডিজাইন মডিউলটির জন্য উপযুক্ত তা নিশ্চিত করতে সাহায্য করেছে।
- খুব অল্প যায়গাতে পাবলিক গ্যাদারিং ও অফিসিয়াল এন্ট্রিকে আলাদা করতে সাহায্য করেছে। 
- এটি একটি ডেভেলপমেন্ট কমার্শিয়াল প্লাস ইকোনোমিক্যাল এরিয়া। ফলে সাইটের দুপাশের ভবন গুলোর উচ্চতা এখন কম থাকলেও, ভবিষ্যতে সেই ভবন গুলোর উচ্চতা বাড়লে সেটি আমার ভবনের উপর কেমন ইমপ্যাক্ট ফেলবে, সেটি পর্যালোচনা করে ডিজাইন ডিসিশন নিতে সাহায্য করেছে।
- ভবনটিতে পর্যাপ্ত পরিমান আলো-বাতাস ও ভিউ-ভিস্তা আনতে সাহায্য করেছে।

2d67fc19 F78e 44f8 Bd0b B3ca0dd29082

ছবি : বিসিক

96457cb7 3984 4cd0 9ad3 191ad8943745

ছবি : ইনস্টিটিউট

এছাড়াও, 
-    ন্যাচারাল লাইট ও ভেন্টিলেশনের সাহায্যে ভবনটিকে বিদ্যুৎ সাশ্রয়ী ভবন হিসেবে তৈরি করা হয়েছে ।
-    পর্যাপ্ত পরিমানে ভিউ ও ভিস্তা রাখার চেষ্টা করা হয়েছে।
-    এক স্পেস থেকে অন্য স্পেসে যাওয়ার জন্য এট্রাকটিভ ট্রানজিশন তৈরির চেষ্টা করা হয়েছে।
-    ম্যাটেরিয়াল ও কালারের সমন্বয়ে ভবনটিতে একটি ক্রাফটি লুক আনার চেষ্টা করা হয়েছে।
-    সর্বপরি ভবনটিকে খুলনা শহরের একটি ল্যান্ডমার্ক হিসেবে ডিজাইনের চেষ্টা করা হয়েছে।
যা এই প্রজেক্টের প্রধান উদ্দেশ্য “বিসিককে মানুষের সামনে নিয়ে আসার পাশাপাশি কুটির শিল্পকে রি-ব্র্যান্ডিং” করতে সাহায্য করবে।

42fc1b15 Ab16 4963 8cfc 3deb544e212e

ছবি : মাস্টারপ্ল্যান

D00b0e8b 4549 4fe3 Bb99 E1eb4c056e55

ছবি : ফ্লোর প্ল্যান

F68f94f4 76fe 413a Bac4 87f8c275ee76

ছবি : ছেদচিত্র

Cb7259cc Bdc7 45bd 827e 4bb1d75c4ebc

জুরি বোর্ডের মন্তব্য :
স্থপতি শোয়েব ভুইয়া
সহকারী প্রফেসর, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, ইউএপি।
    প্রেজেন্টেশন খুবই ভালো হয়েছে। ডিজাইন প্রোসেস অর্থাৎ যেই সিকোয়েন্সে যেভাবে সম্পূর্ণ কাজটি করা হয়েছে সেটি খুবই ভালো ছিলো। একদিনেই যে স্টুডেন্ট এতো ভালো কিছু এচিভ করেছেন তা বলা যায় না। ৩.২ থেকে স্টুডেন্টকে অবজার্ব করছি আমি, সে ৩.২ থেকেই নিজেকে ডেভেলপ করতে করতে আজকে এমন একটা ভালো প্রজেক্ট ডিজাইন করতে পেরেছে।

স্থপতি প্রিন্স। 
এক্সটার্নাল জুরার। 
    সাইট এনালাইসিস এতো ভালো ছিলো যে ভেবেছিলাম, স্টুডেন্ট খুলনা শহরের কেউ। খুলনার না হয়েও এত ডিটেইলে সাইট এনালাইসিস ও তার ইমপ্লিমেন্ট করার ব্যাপারটি খুব ভালো লেগেছে।

স্থপতি সাইকা ইকবাল মেঘনা 
ডিরেক্টর পার্টনার, স্টুডিও মরফোজেনেসিস লিমিটেড 
ফ্যাকাল্টি, ব্রাক ইউনিভার্সিটি 
    ওভারঅল ভালো লেগেছে। তবে পুরো মাসিংটিকে ৯০ ডিগ্রী রোটেট করে বসালে ডিজাইনটি আরো পরিপুর্নতা পেত।

1822de81 81d8 4a37 Af16 Cad4197e9443D5c8c0d0 Bf43 4014 97ec 6973d21f95e4B84a5848 Edd7 454d A6cb 9d98f4b4cfa1
সম্পাদনায় : স্থপতি ফাইজা ফাইরুজ
নির্ণয় উপদেষ্টা লিমিটেড, পান্থপথ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2025 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.