আর্কএশিয়া ফোরাম ২২: কলম্বো, শ্রীলঙ্কা

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
২১ জানুয়ারী, ২০২৫
আর্কএশিয়া ফোরাম ২২: কলম্বো, শ্রীলঙ্কা

আর্কএশিয়া ফোরাম (ARCASIA Forum) হল এশিয়ার স্থপতি এবং চিন্তাবিদদের একটি মর্যাদাপূর্ণ সমাবেশ, যারা স্থাপত্য এবং পরিবেশ সম্পর্কে নিজেদের চিন্তাভাবনা, মতামত বিনিময় করেন। এই ফোরামটি, সদস্য দেশগুলোর সাথে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে এলাকাগত বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যাবলি তুলে ধরে। প্রতি বছর বিভিন্ন সদস্য দেশে অনুষ্ঠিত এই ফোরামটি গুরুত্বপূর্ণ এলাকাগত বিষয়গুলি নিয়ে আলোচনা করে। এই বছর, শ্রীলঙ্কা ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস, কলম্বোতে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

 473573059 1021147450056213 710055519421743328 N 
473715091 1021147476722877 5128979112631045879 N

শ্রীলঙ্কার কলম্বোর "THE BMICH, COLOMBO" তে ১৫ -১৬ জানুয়ারি ২০২৫ তারিখে ARCHITECTS Regional Council Asia (ARCASIA) এর কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল মিটিং বাস্থই-এর প্রতিনিধিত্ব করেন বাস্থই' সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) স্থপতি কে এম মাহফুজুল হক জগলুল এবং সাধারণ সম্পাদক স্থপতি . মাসুদ উর রশিদ। একই সাথে পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন বাস্থই সাবেক সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির এবং বাস্থই সম্পাদক (প্রকাশনা প্রচার) স্থপতি শফিউল আজম শামীম এছাড়াও, পূর্বের আর্কএশিয়া সভাপতি হিসেবে অংশগ্রহণ করেন বাস্থই সভাপতি স্থপতি আবু সাইদ এম আহমেদ। কাউন্সিল মিটিংয়ে আরো অংশগ্রহণ করেন আর্কএশিয়া সোস্যাল রেসপন্সিবিলিটি কমিটির চেয়্যারপর্সন বাস্থই সাবেক সাধারণ সম্পাদক স্থপতি ফারহানা শারমিন ইমু।

দুই দিনব্যাপি কাউন্সিল মিটিং- আর্কএশিয়ার সদস্য ২২টি দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এছাড়া, নতুন সদস্য হিসেবে অধিভুক্ত হয়ে অংশগ্রহণ করে মালদ্বীপ কম্বডিয়া।

 
 473817118 1021147600056198 4251407391108450347 NWhats App Image 2025 01 21 at 1.19.12 Pm 

প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2025 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.