‘কেএসআরএম’ এবং ‘ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ’(আইএবি) কর্তৃক আয়োজিত “কেএসআরএম এ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট স্নাতক থিসিস” – এর ৬ষ্ঠ আবর্তন (২০২৩-২৪) বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে। বিগত ২৬ এপ্রিল, ২০২৫,"কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট স্নাতক থিসিস"-এর জমকালো গালা ইভেন্ট আয়োজন করে, যেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা জনাব মো. ফাওজুল কবির খান এর উপস্থিতিতে। ষষ্ঠ সংস্করণ চালু করেছে, যার লক্ষ্য দেশের ১৫টি স্থাপত্য স্কুলের দূরদর্শী শেষ বর্ষের প্রকল্পগুলিকে তুলে ধরা। |
|
১৫টি বাস্থই স্বীকৃত স্থাপত্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৪৪টি থিসিস প্রজেক্ট এবারের আয়োজনে জমা দেওয়া হয়েছে। প্রকল্পসমূহ মূল্যায়ন করেন ৫ সদস্যের একটি স্বতন্ত্র জুরি প্যানেল। বাছাইকৃত প্রকল্পগুলো নিয়ে আইএবি সেন্টারে চার দিনের প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যা ২৭শে এপ্রিল থেকে শুরু হবে এবং ৩০শে এপ্রিল পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কেএসআরএম-এর জেনারেল ম্যানেজার (মার্কেট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) কর্নেল (অবসরপ্রাপ্ত) আশফাক-উল ইসলাম বলেন, এই পুরস্কার "উদ্ভাবনী ছাত্র প্রকল্পগুলি প্রদর্শনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম" হয়ে উঠেছে। |
|
বাস্থই-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন: স্থপতি প্রফেসর ড. আবু সাঈদ এম আহমেদ, সভাপতি, স্থপতি চৌধুরী সাইদুজ্জামান, কোষাধ্যক্ষ, স্থপতি ড. মো: মারুফ হোসেন, সম্পাদক (শিক্ষা), স্থপতি শফিউল আজম শামীম, সম্পাদক (প্রকাশনা ও প্রচার), স্থপতি সাকিব আহসান চৌধুরী, অ্যাওয়ার্ড কো-অর্ডিনেটর। |
|
|
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে বুয়েট, চুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এআইইউবি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, স্টেট বিশ্ববিদ্যালয়, লিডিং বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয়। স্থাপত্য শিক্ষার বিকাশে ও মেধাবী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে স্বীকৃতি প্রদানে এ ধরণের উদ্যোগ এক নতুন দিগন্তের উন্মোচন করে। |
প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ |