‘সিস্টেম ইন ডিজাইন’ বিষয়ক কর্মশালা

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
২৪ এপ্রিল, ২০২৫
‘সিস্টেম ইন ডিজাইন’ বিষয়ক কর্মশালা
বিগত ১৮ এপ্রিল, ২০২৫-এ ‘ওয়ার্কশপ উইথ জান্নাত জুঁই’ শিরোনামে আয়োজিত একটি কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য প্রকৌশলী এবং পরিকল্পনাবিদ, ‘বিল্ডিং টেকনোলজি এন্ড আইডিয়াস লিমিটেড’ (বিটিআই) – এর ব্যবস্থাপনা পরিচালক, ফয়জুর রহমান খান (এফ. আর. খান)। কর্মশালাটির আলোচনার বিষয় ছিল ‘সিস্টেম ইন ডিজাইন’। কর্মশালাটি ‘সাতত্য’ স্থাপত্য ফার্ম-এ অনুষ্ঠিত হয়। 

Whats App Image 2025 04 19 at 2.35.24 Amছবি স্বত্ব: কর্মশালায় অংশগ্রহণকারী

এফ. আর. খান মূলত রিয়েল এস্টেট বিজনেসের নিয়ম-নীতি, ভবনের নকশা এবং গ্রাহক পরিষেবার পেশাদার পদ্ধতিগুলোর ওপর আলোচনা করেন। আলোচনার পাশাপাশি তিনি সিঙ্গাপুরের কিছু বিল্ডিংয়ের ডকুমেন্টারি দেখান। উঁচু ভবন নির্মাণের ক্ষেত্রে যথাসম্ভব গ্রিন স্পেস রেখে ডিজাইন করা এবং মডুলার ডিজাইনের কার্যকারিতা সম্বন্ধেও তিনি কথা বলেন। তিন ঘণ্টার কর্মশালাটিতে অংশগ্রহণকারীরা টেকসই ভবন নির্মাণ এবং সাস্টেইনেবল কমিউনিটি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় নীতিমালা সম্বন্ধে ধারণা লাভ করে। 
 

Whats App Image 2025 04 18 at 10.13.33 Pm (1)ছবি স্বত্ব: কর্মশালায় অংশগ্রহণকারী

Whats App Image 2025 04 18 at 10.13.33 Pmছবি স্বত্ব: কর্মশালায় অংশগ্রহণকারী

 
 

491824353 10162017469263645 8673369126504523780 Nছবি স্বত্ব: কর্মশালায় অংশগ্রহণকারী

 
 

স্ট্রাকচারাল ডিজাইনে কিছু ভুল পদক্ষেপ নেয়ার কারণে এবং নির্মাণকাজে অসাবধানতার ফলস্বরূপ কোরিয়ার একটি শপিং মল (Sampoong Department Store) ধ্বসের ওপর একটি ডকুমেন্টারি কর্মশালায় দেখানো হয় এবং ভবন ধসের সম্ভাব্য কারণগুলো নিয়ে বিশদ আলোচনা করা হয়। সম্প্রতি ব্যাংককের ভয়াবহ ভুমিকম্পের ওপর কিছু ডকুমেন্টারি দেখিয়ে ভবন ধসের সম্ভাব্য কারণগুলোও তিনি তুলে ধরেন।

কর্মশালার শেষ দিকে এফ আর খান একটি সাস্টেইনেবল কমিউনিটি তৈরির প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোকপাত করেন। পরবর্তী প্রজন্ম যেন একটি সুস্থ-স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে পারে, সেই লক্ষ্যে সকল পেশার মানুষকে কাজ করতে তিনি উৎসাহিত করেন তার বক্তব্যের মাধ্যমে।

 

প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2025 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.