চলনবিলের ভাসমান স্কুল পেল ইউনেস্কোর কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫

স্থাপত্য ও নির্মাণ
সাম্প্রতিক
২৬ অক্টোবর, ২০২৫
১৬
চলনবিলের ভাসমান স্কুল পেল ইউনেস্কোর কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫
বাংলাদেশি স্থপতি মোহাম্মদ রেজওয়ান তার উদ্ভাবনী সৌরশক্তিচালিত ভাসমান স্কুল উদ্যোগের জন্য ইউনেস্কো কনফুসিয়াস পুরস্কার ২০২৫ জিতেছেন। চীন সরকার কর্তৃক স্পন্সর করা এই পুরস্কারটি শিক্ষায় নতুন উদ্ভাবন এবং জীবনব্যাপী শিক্ষার প্রচারের জন্য বিশ্বের সর্বোচ্চ সম্মানগুলির মধ্যে একটি। 

Ar. Mohammad Rezwanস্থপতি মোহাম্মদ রেজওয়ান

শতাধিক মনোনয়নের মধ্যে, ইউনেস্কো তিনটি প্রকল্প নির্বাচন করেছে - বাংলাদেশের শিধুলাই ভাসমান স্কুল, আয়ারল্যান্ডের লার্ন উইথ নালা ই-লার্নিং (Learn with NALA e-learning) এবং মরক্কোর সেকেন্ড চান্স স্কুল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন প্রোগ্রাম (Second Chance School and Inclusive Education Programme)। ২০তম পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ২৭ সেপ্টেম্বর চীনের চীনের শানডং প্রদেশে কনফুসিয়াসের জন্মস্থান কুফুতে অনুষ্ঠিত হয়, যেখানে স্থপতি মোহাম্মদ রেজওয়ান তার প্রতিষ্ঠান, শিধুলাই স্বনির্ভর সংস্থার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন।

114ছবিসূত্র: সময়ের কণ্ঠস্বর

এ ভাসমান স্কুলটি বন্যাপ্রবণ এলাকার শিশুদের শিক্ষা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। স্থপতি মোহাম্মদ রেজওয়ান ছোটবেলায় চলনবিল এলাকায় বড় হয়েছেন, যেখানে প্রতিবছর বন্যায় স্কুল বন্ধ হয়ে যেত। সেই অভিজ্ঞতা থেকেই ২০০২ সালে তিনি উদ্ভাবন করেন এক অনন্য সমাধান। স্থানীয় নৌকাকে স্কুলে রূপান্তর, যা বিশ্বের সর্বপ্রথম ভাসমান স্কুল হিসেবে পরিচিত। আজও এসব সৌরচালিত নৌকা স্কুল, লাইব্রেরি ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করছে, যা বর্ষায় পানি বেষ্টিত গ্রামগুলোতেও বছর জুড়ে শিক্ষা চালিয়ে যেতে সাহায্য করছে

ইউনেস্কো এই উদ্যোগের প্রশংসা করে বলেছে, ‘বন্যা প্রবণ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্থানীয়ভাবে তৈরি উদ্ভাবনী উপায়ে সাক্ষরতা শিক্ষা পৌঁছে দেওয়াই এই ভাসমান স্কুলের সাফল্য।


প্রতিবেদক: স্থপতি ফাইজা ফাইরুজ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2025 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.