রিমডেলিং কৃষি মার্কেট : এ কমিউনিটি স্কয়ার এট মোহাম্মদপুর

স্থাপত্য ও নির্মাণ
শিক্ষার্থীদের প্রকল্প
২ ডিসেম্বর, ২০২৩
১,৩৭৯
রিমডেলিং কৃষি মার্কেট : এ কমিউনিটি স্কয়ার এট মোহাম্মদপুর

প্রকল্পের নামঃরিমডেলিং কৃষি মার্কেট : এ কমিউনিটি স্কোয়ার এট মোহাম্মদপুর
প্রকল্পের স্থান:মোহাম্মদপুর, ঢাকা
শিক্ষার্থীর নাম:মোঃ গোলাম কিবরিয়া খান

প্রকল্পের নামঃরিমডেলিং কৃষি মার্কেট : এ কমিউনিটি স্কোয়ার এট মোহাম্মদপুর
প্রকল্পের স্থান:মোহাম্মদপুর, ঢাকা
শিক্ষার্থীর নাম:মোঃ গোলাম কিবরিয়া খান
প্রকল্পের বছর: ২০২৩
স্টুডিও শিক্ষক: স্থপতি আয়েশা সিদ্দিকা, স্থপতি শরীফ উদ্দিন আহম্মেদ, স্থপতি জিশান ফুয়াদ চোধুরী, স্থপতি ফারজানা রহমান
বিভাগীয় প্রধান নাম:স্থপতি প্রফেসর ডঃ রোক্সানা হাফিজ
বিশ্ববিদ্যালয়: আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা
F2e67ee2 A77f 4322 Bcd4 B1d3d7e0b17f
কৃষি মার্কেট মোহাম্মদপুরের একটি গুরুত্বপুর্ণ স্থান। বাংলাদেশের কৃষি বিপণনের জন্য কৃষি মন্ত্রনালয় অধিদপ্তর এই মার্কেটটি প্রতিষ্ঠা করে। তখন থেকেই এটি সমগ্র মোহাম্মদপুর এবং আদাবর থানার জন্য চাল ও মসুর ডালের স্টোরেজ হাবের মতো কাজ করে। বর্তমানে এখানে ১৫০ টি স্টোরেজ দোকান রয়েছে। ১৯৮২ সালে ঢাকা সিটি কর্পোরেশন এই মার্কেটের মালিকানা দখলে নিলে কৃষি মার্কেট কাঁচা বাজার প্রতিষ্ঠিত হয় । এই বাজারে মোট ৪০০ টি দোকান রয়েছে, যেখানে গার্মেন্টস, মুদি, গহনা, প্লাস্টিক এবং গৃহস্থালি পণ্য, ষ্টেশনারি, শাকসবজি, মাছ এবং মাংস বিক্রি হয়।

9dd6930e 07b5 4585 Ab44 Da86da35dab1

ছবি : কৃষি মার্কেটের ইতিহাস

84245384 E520 498c A907 E02965874c19

ছবি : কার্যকলাপ বিশ্লেষণ

Existing Program

ছবি : বিদ্যমান প্রোগ্রাম

Dap

ছবি : ড্যাপ (DAP)

১. এই এলাকায় DMDP এবং ড্যাপ [২০১০] এর মান অনুযায়ী খোলা ও সবুজ স্থানের গুরুতর অভাব রয়েছে। মোহাম্মদপুর এলাকায় প্রায় ৪০ একর খোলা জায়গার প্রয়োজন যেখানে মাত্র ১০ একর আছে ,অন্যদিকে আদাবর থানার ২০ একর খোলা জায়গার প্রয়োজন কিন্তু আছে মাত্র ৫ একর ।
২. ড্যাপ {২০১৫} এই এলাকাটিকে একটি বাণিজ্যিক অঞ্চল হিসাবে চিহ্নিত করেছে।
৩. নগর পরিকল্পনাবিদদের মতে আড়ৎটির অবস্থান সমাজের জন্য ভালো নয়।

আইডিয়া ডেভেলপমেন্ট / চিন্তাধারাঃ

নগর বাজারের পুনরুজ্জীবন

প্রাথমিক ধারণাটি ছিল যে, জমির মূল্য, সাইট ফোর্স এবং এটি DAP অনুযায়ী ভবিষ্যতে কী হতে পারে তা বিবেচনা করে, আমাদের গ্রামের বাজারের সামাজিক আবহটি ফিরিয়ে আনা। বাজার সাধারনত মানুষের জমায়েতের স্থান হিসাবে ব্যবহৃত হয় যার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিকও রয়েছে। কিন্তু এই মেট্রো সিটিতে সামাজিক সমাবেশের জন্য পাবলিক স্পেসের অভাব মানুষকে দিনদিন আরও অসামাজিক করে তুলছে।

মোহাম্মদপুর এলাকাটি একটি আবাসিক কেন্দ্র এবং এটি আবাসনের‌ সুযোগ-সুবিধা এবং সামাজিক সুবিধাগুলিকে অগ্রাধিকার দেয়। এই ধরনের এলাকায় একটি আড়ত থাকার কারণে, এখানে জমির ব্যবহার, জোনিং এবং আশেপাশের জমি ব্যবহারের যে উদ্দেশ্য তার সাথে সামগ্রিক সামঞ্জস্যের ক্ষেত্রে বিরোধ লক্ষ্য করা যায়। ব্যবসা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সম্প্রদায় পরিষেবাগুলোর দৃষ্টি আর্কষণ করার জন্য স্থানগুলোর পুনরায় প্রস্তাবণা দেয়া হয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামাজিকতাকে উৎসাহিত করার জন্য। কারণ কৃষি মার্কেট ইতোমধ্যেই এই এলাকার জন্য একটি ল্যান্ডমার্ক হয়ে উঠছে।

31a07d71 Dfc3 46b6 8ec9 57a0c08a4e8b

ছবি : বর্তমান অবস্থা

C72209e5 0ed6 47dc B50b D99974b9d4dc

ছবি : বর্তমান মার্কেট

Ffe5b217 7a35 4152 A7b9 A72ffbd9ecf0

ছবি : ধারণাগত অঙ্কন

নকশা উন্নয়ন

কিচেন মার্কেটের বর্তমান অবস্থান স্থানীয়দের জন্য খুবই অসুবিধাজনক এবং সহজগম্য নয়। অন্যদিকে আড়তের অবস্থানটি লক্ষণীয় হলেও এর এক্সপোজারের প্রয়োজন কম। অতএব এটি কিচেন মার্কেটে সহজে প্রবশের জন্য একটি বাঁধাস্বরুপ। প্রকল্পটির লক্ষ্য এলাকাটিকে আরও হাঁটার উপযোগী করে বাসিন্দাদের হাঁটতে উৎসাহিত করা।

১. পথচারী-বান্ধব পরিবেশ তৈরি করে বাসিন্দাদরে হাঁটতে উৎসাহিত করা ৷
২. একটি বহুমুখী ব্যবহারের প্লাজার মাধ্যমে আশেপাশের প্রতিবেশীদের মধ্যকার সামাজিক যোগাযোগ কে উদ্বুদ্ধ করা সম্ভব। এরকম একটি প্লাজার মাধ্যমে কমিউনিটি ইভেন্ট বা নাইট মার্কেটের মতো বিভিন্ন ফাংশনগুলির আয়োজন করা যায়।
৩. প্রাথমিক ফর্ম প্লেসমেন্ট নির্ধারণ করা হয়েছে বিভিন্ন কারণের উপর ভিত্তি করে,যেমন – জমির মূল্য, জনগণের চাহিদা, ঢাকা শহরের ভবিষ্যত পরিকল্পনা, ড্যাপ, নগর পরিকল্পনা নীতি, সাইটের উপযোগীতা এবং সম্ভাব্যতা, স্টেকহোল্ডারদের ইচ্ছা, অবকাঠামো এবং পরিবহন ব্যবস্থা।
৪. সবুজ বসার জায়গাগুলি পার্ক, প্লাজা বা পথচারী-বান্ধব রাস্তার সাথে একত্রিত করা যেতে পারে, যা বাসিন্দাদের বিশ্রাম, সামাজিকীকরণ এবং পারিপার্শ্বিক পরিবেশ উপভোগ করার সুযোগ প্রদান করে।
৫. মিশ্র-ব্যবহারের স্থানগুলির মধ্যে সামাজিক যোগাযোগ ও কার্যকারিতা বাড়াতে পথচারী সেতুগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মূল বৈশিষ্ট্য:

যেকোন জায়গার বৈচিত্র্য, ব্যাপক পরিসরে মানুষকে আকৃষ্ট করে। এ বৈচিত্র্যের প্রভাব বাজারের গ্রাহক র্পযন্ত পৌঁছায়।
১. বাজারের মধ্যে একটি কমিউনিটি সেন্টার সামাজিক, শিক্ষামূলক এবং বিনোদনমূলক কার্যকলাপের কেন্দ্র হিসাবে কাজ করতে পারে।
২. বাজারের কম্পাউন্ডের মধ্যে একটি ফুড কোর্ট, বাজারের গ্রাহকদরে জন্য একটি জনপ্রিয় স্থান হতে পার।
৩. পৃথক বেসমেন্ট পার্কিং, যথাক্রমে বাজার এলাকা এবং অফিস বিল্ডিং এর কর্মচারী ও দর্শনার্থীদের জন্য একটি নির্ধারিত স্থান প্রদান করে।

21644da3 976c 468f A6b8 7491f4cbaafa

ছবি : ফর্ম ডেভেলপমেন্ট

7599e99a 3700 46d9 B18f 269e07c4c82b

ছবি : গ্রাউন্ড ফ্লোর প্ল্যান

84da8118 62de 40a1 8a03 42b9a357e7de

ছবি : ফ্লোর প্ল্যান

ওপেন প্লাজা

১. এর মাধ্যমে বাজারের মধ্যে বিভিন্ন নাগরিক সুবিধা পাওয়া যায়।
২. বাজারের মধ্যে সামগ্রিকভাবে নাগরিক সুবিধাগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সুবিধা গুলো সম্প্রদায়ের বিভিন্ন চাহিদা পূরণ করে পরিষেবাগুলিতে সহজে প্রবেশের ব্যবস্থা কর।
৩. এখানে, ওপেন প্লাজার একটি সহজাত নকশা রয়েছে যা দিনের বেলা বিভিন্ন র্কমসম্পাদনের পাশাপাশি সহজেই একটি রাতের বাজার সেটআপে রূপান্তরিত হতে পারে। এতে স্থানান্তরযোগ্য স্টল, অস্থায়ী আলোর ফিক্সচার এবং পরিবর্তনীয় বসার ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে।

1e6b9cdd 42be 4921 8ebb F1635d529560

ছবি : উন্মুক্ত প্লাজা

4342830b 930d 452d 8e02 Efca8b224694

ছবি : কাইনেটিক ফ্যাসাদ

কাইনেটিক ফাসাদ : প্রতিফলিত বৈচিত্র্য

১. প্রতিটি প্যানেলের স্বতন্ত্র গতিবিধি ঢাকা শহরের মানুষের বৈচিত্র্যের প্রতীক হতে পারে। ঠিক যেমন প্রতিটি প্যানেল তার নিজস্ব গতিতে বিভিন্ন দিকে চলে, তেমনি এটি বাজারের দর্শকদের অনন্য জীবন এবং কার্যকলাপের প্রতিনিধিত্ব করে৷
২. কাইনেটিক ফ্যাসাদ বাতাসের গতিবিধিকে প্রতিফলিত করে, শহরের মুক্ত প্রবাহের ধারণা দেয়। এটি বাজারের কার্যকলাপে আলোড়ন সৃষ্টি করে এবং সকলের কাছে একটি প্রাণবন্ত জায়গা হিসাবে পরচিতি হয়।
৩. এছাড়াও এই ফ্যাসাদ মোহাম্মদপুরের ব্যস্ত রাস্তার কোলাহল এবং র্সূযের তাপ কমিয়ে দেয়।

9eecaba6 93d2 4330 9329 B3fcd7c531da

ছবি : পূর্ব এবং উত্তর দিকের এলিভেশন

Sections

ছবি : ছেদচিত্র AA'  এবং BB'

জুরি মন্তব্য :

• বিল্ডিং এর ফ্যাসাদ আর হিট গেইন নিয়ে চিন্তা করা হয়েছে, কাজ করেছো।
• প্রোজেক্ট টা আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্ট এর জন্য বেশ বড় আর কমপ্লেক্স, তাও তুমি বেশ ভালই এনালাইসিস করেছো আর
তোমার এনালাইসিস এর উপর বেইস করে ডিজাইনে চর্চা করেছো বোঝা যাচ্ছে। সব প্রব্লেম সল্ভ হয়েছে তা বলবো না তবে অনেক কিছুই নতুন করে চিন্তা
করেছো।
• এরকম একটা জায়গায় আড়ত কেন হবে না বা এতো বছরের পুরনো আড়ত সরানোর পেছনে তোমার চিন্তাটা যুক্তি সঙ্গত মনে হয়েছে।

76c8508b 0105 4f66 Adc5 5ac7c6941f7c

ছবি : প্রবেশপথ

467c120d 813d 44a5 830f Bd6c8490f79e

ছবি : সর্বসাধারণের চলাচলের স্থান

24f29f7c Cb03 4879 Bcd7 151a9c8bc283

ছবি : খাবার দোকান

00427bec Cbc7 4478 B6cc Aadb17412bd7

ছবি : শহুরে ব্রিজ

 484a5083 E6ec 45af 8144 57a54d131acd 
সম্পাদনায় : স্থপতি ফাইজা ফাইরুজ
নির্ণয় উপদেষ্টা লিমিটেড, পান্থপথ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2025 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.