প্রকল্পের নামঃ সাভার নামা বাজার পুনঃবিকাশ
প্রকল্পের স্থান: সাভার নামা বাজার,সাভার,ঢাকা
শিক্ষার্থীর নাম: মোঃ রিফায়েত হোসেন নিয়ন
প্রকল্পের নামঃ সাভার নামা বাজার পুনঃবিকাশ প্রকল্পের স্থান: সাভার নামা বাজার,সাভার,ঢাকা শিক্ষার্থীর নাম: মোঃ রিফায়েত হোসেন নিয়ন প্রকল্পের বছর: ২০২৩ প্রকল্পের জায়গার পরিমান: ৩৫৩০৭ বর্গমি (৮.৭ একর) স্টুডিও সুপারভাইজার: স্থপতি জনাব হাবীব ইব্রাহীম রহমাতুল্লাহ বিভাগীয় প্রধানের নাম: স্থপতি প্রফেসর ডঃ রোক্সানা হাফিজ বিশ্ববিদ্যালয়: আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা |
সাভার নামা বাজার খুব পুরাতন একটি বাজার। এটি ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত। রাজাদের আমলে সপ্তাহে একদিন এখানে পণ্য ক্রয় বিক্রয় হত। ধীরে ধীরে এটি দৈনন্দিন বাজারে পরিণত হয় এবং নামা বাজার হিসেবে পরিচিতি পায়। |
ছবি : সাইটের কনটেক্সট |
ছবি : সাইটের ল্যান্ডইউস |
ছবি : সাইটের বিশ্লেষণ |
ছবি : নদী বিশ্লেষণ | সাভার নামা বাজারটি সাভার এবং এর আশেপাশের এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খুচরা এবং পাইকারি বাজার। কাঁচাবাজারের গুদাম হিসেবেও এটি কাজ করে। এছাড়াও টিন ,জুট এবং কাঠের দোকান রয়েছে যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। কিন্তু বর্তমানে অবৈধ স্থাপনা, অপরিকল্পিত ব্যবসায়িক পরিস্থিতি,পযাপ্ত সুবিধা এবং ধলেশ্বরী নদীর অপরিকল্পিত ব্যবস্থাপনার জন্য বাজারের পরিস্থিতি খুবই করুন। |
নকশা প্রক্রিয়া এবং পদ্ধতি এই প্রকল্পটি মুলত নামা বাজারের পুনঃবিকাশ যা পাইকারি খুচরা এবং অন্যান্য দ্রব্য সরবরাহ করে। প্রকল্পের মূল আকর্ষণ হলো – এটি নদীতীরবর্তী বাজার এবং দুই কুলের মানুষের মধ্যে ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী সম্পর্ক গড়ে তুলবে। এর সাথে সাথে বিনোদন ও ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হবে। বিভিন্ন শ্রেণি, পেশা,বয়স ,সংস্কৃতি, জীবনযাত্রার মানুষের পণ্য ক্রয়-বিক্রয় এর মাধ্যমে জীবনের মান উন্নত করবে এবং হাটের অতীত ঐতিহ্য ফিরিয়ে এনে নতুন-পুরাতন হাটবাজার এর সমন্বয় ঘটাবে। এ পরিস্থিতিগুলো বিবেচনা করে হাটের পুরাতন সংস্কৃতি ও বিনোদনের ব্যবস্থা করে নদীর দুই তীরের মানুষকে সংযুক্ত করার চেষ্টা করেছি। এভাবে স্থানটি মানুষের দৈনিক উপার্জন ও চাহিদা মেটাবে। |
ছবি : ধারণাগত অঙ্কন |
ছবি : বাজারের বর্তমান কার্যকলাপ বিশ্লেষণ |
ছবি : বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ |
ছবি : ফর্ম বিশ্লেষণ |
ছবি : মডিউলের বিন্যাস |
যেহেতু বাজারটি পরিকল্পিত উপায়ে তৈরি হয়নি, এটি এখনও প্রাকৃতিক ভাবেই এগিয়ে চলছে। এছাড়া বর্তমান জনসংখ্যা বৃদ্ধি, নদীতীরে বাজারের চাহিদা বৃদ্ধি – নদী এবং প্রকৃতির জন্য হুমকি স্বরুপ। এর পাশাপাশি রয়েছে নিরাপত্তাজনিত কারণ,অগ্নিনির্বাপণের অব্যবস্থাপনা,ভ্যান,রিকশার মত যানবাহন অপর্যাপ্ত স্থান। আমি আমার প্রকল্পে এসব সমস্যা সমাধানের পাশাপাশি বাজারের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেছি। |
ছবি : মাস্টারপ্ল্যান |
ছবি : গ্রাউন্ড ফ্লোর প্ল্যান |
ছবি : ১ম ফ্লোর প্ল্যান |
ছবি : ২য় ফ্লোর প্ল্যান |
ছবি : ৩য় ফ্লোর প্ল্যান |
ছবি : এলিভেশন |
ছবি : ছেদচিত্র |
জুরি মন্তব্য স্থপতি বি. কে. এস. ইনান স্যার : বিশ্লেষণ অংশ ঠিক ভাবে উপস্থাপন করা হয়েছে।প্রকল্পের চিন্তাধারা প্রশংসনীয় । ঐতিহ্যবাহী হাট এবং |
ছবি : অ্যাক্সোনমেট্রিক ভিউ |
ছবি : কার্যকলাপ চিত্র |
ছবি : হাট |
ছবি : হাট |
ছবি : বিনোদনমূলক জায়গা ১ |
ছবি : বিনোদনমূলক জায়গা ২ |
ছবি : টং ১ |
ছবি : টং ২ |
ছবি : টং ৩ |
সম্পাদনায় : স্থপতি ফাইজা ফাইরুজ নির্ণয় উপদেষ্টা লিমিটেড, পান্থপথ |