সাভার নামা বাজার পুনঃবিকাশ

স্থাপত্য ও নির্মাণ
শিক্ষার্থীদের প্রকল্প
২ ডিসেম্বর, ২০২৩
১,৫৫৩
সাভার নামা বাজার পুনঃবিকাশ

প্রকল্পের নামঃ সাভার নামা বাজার পুনঃবিকাশ
প্রকল্পের স্থান: সাভার নামা বাজার,সাভার,ঢাকা
শিক্ষার্থীর নাম: মোঃ রিফায়েত হোসেন নিয়ন

প্রকল্পের নামঃ সাভার নামা বাজার পুনঃবিকাশ
প্রকল্পের স্থান: সাভার নামা বাজার,সাভার,ঢাকা
শিক্ষার্থীর নাম: মোঃ রিফায়েত হোসেন নিয়ন
প্রকল্পের বছর: ২০২৩
প্রকল্পের জায়গার পরিমান: ৩৫৩০৭ বর্গমি (৮.৭ একর)
স্টুডিও সুপারভাইজার: স্থপতি জনাব হাবীব ইব্রাহীম রহমাতুল্লাহ
বিভাগীয় প্রধানের নাম: স্থপতি প্রফেসর ডঃ রোক্সানা হাফিজ
বিশ্ববিদ্যালয়: আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা
31d73c13 5cee 4814 A394 893f813ebb27
সাভার নামা বাজার খুব পুরাতন একটি বাজার। এটি ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত। রাজাদের আমলে সপ্তাহে একদিন এখানে পণ্য ক্রয় বিক্রয় হত। ধীরে ধীরে এটি দৈনন্দিন বাজারে পরিণত হয় এবং নামা বাজার হিসেবে পরিচিতি পায়।

98ea1d5d 18ff 4b7c B0fb 173ced380d55

ছবি : সাইটের কনটেক্সট

77f5c42f 5283 4db9 94ad Fd8af96fb67c

ছবি : সাইটের ল্যান্ডইউস

Ebc52b8e 7af3 4070 B5a3 4ffa6802cf52

ছবি : সাইটের বিশ্লেষণ

B709c420 4140 4311 Bc32 B26f9968cf9f

ছবি : নদী বিশ্লেষণ

সাভার নামা বাজারটি সাভার এবং এর আশেপাশের এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খুচরা এবং পাইকারি বাজার। কাঁচাবাজারের গুদাম হিসেবেও এটি কাজ করে। এছাড়াও টিন ,জুট এবং কাঠের দোকান রয়েছে যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। কিন্তু বর্তমানে অবৈধ স্থাপনা, অপরিকল্পিত ব্যবসায়িক পরিস্থিতি,পযাপ্ত সুবিধা এবং ধলেশ্বরী নদীর অপরিকল্পিত ব্যবস্থাপনার জন্য বাজারের পরিস্থিতি খুবই করুন।

নকশা প্রক্রিয়া এবং পদ্ধতি

এই প্রকল্পটি মুলত নামা বাজারের পুনঃবিকাশ যা পাইকারি খুচরা এবং অন্যান্য দ্রব্য সরবরাহ করে। প্রকল্পের মূল আকর্ষণ হলো – এটি নদীতীরবর্তী বাজার এবং দুই কুলের মানুষের মধ্যে ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী সম্পর্ক গড়ে তুলবে। এর সাথে সাথে বিনোদন ও ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হবে। বিভিন্ন শ্রেণি, পেশা,বয়স ,সংস্কৃতি, জীবনযাত্রার মানুষের পণ্য ক্রয়-বিক্রয় এর মাধ্যমে জীবনের মান উন্নত করবে এবং হাটের অতীত ঐতিহ্য ফিরিয়ে এনে নতুন-পুরাতন হাটবাজার এর সমন্বয় ঘটাবে। এ পরিস্থিতিগুলো বিবেচনা করে হাটের পুরাতন সংস্কৃতি ও বিনোদনের ব্যবস্থা করে নদীর দুই তীরের মানুষকে সংযুক্ত করার চেষ্টা করেছি। এভাবে স্থানটি মানুষের দৈনিক উপার্জন ও চাহিদা মেটাবে।

6aeb4a0f 1c1f 453d B6b5 77f649182ef3

ছবি : ধারণাগত অঙ্কন

C50ebc8a Fbc7 4e9f B877 3eac52ded2a5

ছবি : বাজারের বর্তমান কার্যকলাপ বিশ্লেষণ

8fba0cce 9996 476d A82e 1306b1e5bec9

ছবি : বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ

B69d56fd 0bdb 4968 A453 F4244ccf7cf8

ছবি : ফর্ম বিশ্লেষণ

Efe5fa16 E20e 496f 98a0 4340e2c23677

ছবি : মডিউলের বিন্যাস

যেহেতু বাজারটি পরিকল্পিত উপায়ে তৈরি হয়নি, এটি এখনও প্রাকৃতিক ভাবেই এগিয়ে চলছে। এছাড়া বর্তমান জনসংখ্যা বৃদ্ধি, নদীতীরে বাজারের চাহিদা বৃদ্ধি – নদী এবং প্রকৃতির জন্য হুমকি স্বরুপ। এর পাশাপাশি রয়েছে নিরাপত্তাজনিত কারণ,অগ্নিনির্বাপণের অব্যবস্থাপনা,ভ্যান,রিকশার মত যানবাহন অপর্যাপ্ত স্থান।

আমি আমার প্রকল্পে এসব সমস্যা সমাধানের পাশাপাশি বাজারের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেছি।

83ac3f88 F615 46cc Adbc 0560fbc6c348

ছবি : মাস্টারপ্ল্যান

Fbe536a8 0eac 4de8 95ef 35da071e7361

ছবি : গ্রাউন্ড ফ্লোর প্ল্যান

58a7ed0f 5c92 4ce7 B527 32ec4e6c687f

ছবি : ১ম ফ্লোর প্ল্যান

6aa877ef 60da 414e 9276 A35006bd5cd7

ছবি : ২য় ফ্লোর প্ল্যান

0f535c60 0088 4025 9d95 06f32d9c56ac

ছবি : ৩য় ফ্লোর প্ল্যান

B21833ea 3215 4131 Ae8c 5439daf86023
6949e09b 6447 43de 802c Dab062b33171 (1)

ছবি : এলিভেশন

C7f72126 Bc06 49ac 9dfb 1d55855309d4 (1)
Daf9b1ee 4c1d 4c9e 8f3e 3fa139bbf0ba

ছবি : ছেদচিত্র

জুরি মন্তব্য

স্থপতি বি. কে. এস. ইনান স্যার : বিশ্লেষণ অংশ ঠিক ভাবে উপস্থাপন করা হয়েছে।প্রকল্পের চিন্তাধারা প্রশংসনীয় । ঐতিহ্যবাহী হাট এবং
বর্তমান বাজারের সমন্বয়, বিনোদনমুলক স্থানের চিন্তা প্রশংসনীয়।
স্থপতি ডঃ জেসমিন আরা বেগম : প্রকল্পের কার্যক্রম আরও বাড়ানো যেত। ফর্ম জায়গার সাথে ভালো ভাবে সমন্বিত হয়েছে।
উত্তর :ভবনের উচ্চতার সীমাবদ্ধতার কারনে তা সম্ভব হয়নি।
স্থপতি জনাব হাবীব ইব্রাহীম রহমাতুল্লাহ : প্রকল্পের চিন্তা এবং বিনোদনের স্থান প্রশংসনীয়।
স্থপতি এহসান খান স্যার : বিভিন্ন শ্রেণি, পেশা,বয়স, বাজারের কাজে নিয়জিত এর মানুষের জন্য যথাযথ ব্যবস্থা আছে কি??
উত্তর : তাদের জন্য যথাযথ ব্যবস্থা আছে।

D739c6af B517 444b 8e8a 3a44f9b8ce5b

ছবি : অ্যাক্সোনমেট্রিক ভিউ

9a3e1090 8142 4157 80ac 7b702a714cb1

ছবি : কার্যকলাপ চিত্র

6a8a1e4d 031c 4041 906d 9f73ddca9c32

ছবি : হাট

22eaa9d7 5a75 4140 9048 465185590885

ছবি : হাট

080a5c49 C903 46a2 B37c 59bfd492263a

ছবি : বিনোদনমূলক জায়গা ১

F5283828 3915 4aad B92f B70686425734

ছবি : বিনোদনমূলক জায়গা ২

A9249e41 9a54 4308 827c 79bb1cef794d

ছবি : টং ১

D7f4910c F0aa 4fd5 9d7d 8fd2156124d5

ছবি : টং ২

E3fd1841 6ccd 4c26 91d4 C55edcc9241a

ছবি : টং ৩

সম্পাদনায় : স্থপতি ফাইজা ফাইরুজ
নির্ণয় উপদেষ্টা লিমিটেড, পান্থপথ

আপনার মতামত দিন

কমেন্ট

Logo
Logo
© 2024 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.