স্থপতি বশিরুল হকবাংলাদেশের স্থাপত্যাঙ্গনে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, স্থপতি বশিরুল হক। সৃষ্টিশীলতা ও নিজস্ব একটি ধারার বৈশিষ্ট্যে অনন্য এই স্থপতি নিরলসভাবে কাজ করে চলেছেন সেই ১৯৭৭ থেকে। বার্ধক্যজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণে তিনি ৪ এপ্রিল, ২০২০ তারিখে মৃত্যুবরণ করেন। স্থপতি রেজাউল কবিরের সাথে স্থপতি বশিরুল হকের এই সাক্ষাতকারটি 'স্থাপত্য ও নির্মাণ' পত্রিকার ৩য় সংখ্যায় (জুলাই-সেপ্টেম্বর, ১৯৯২) ছাপা হয়েছিল, স্থাপত্য পেশার আলোকে আলোচনার বহুলাংশ এখনও সমভাবে প্রাসঙ্গিক। সাক্ষাতকারটি সকলের জন্য বর্তমান ওয়েব ফরম্যাটে থাকাটা গুরুত্বপূর্ণ। স্থপতি বশিরুল হকের চিন্তাধারার স্বারক হিসাবেও এই সংগ্রহটি অনেকের কাছে আকর্ষনীয় হবে বলে মনে করি।
স্থাপত্য ও নির্মাণ
সংলাপ
১ জুলাই, ২০২৪
স্থপতি বশিরুল হক
Logo
Logo
© 2025 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.