বই পরিচিতি

৪০
Book Review

1

ছবি: বইয়ের সামনের মলাট

2

ছবি: বইয়ের পেছনের মলাট

স্থপতি মাজহারুল ইসলাম

সম্পাদকদের নামঃ আবুল হাসনাত, স্থপতি রবিউল হুসাইন, তারিক সুজাত

প্রকাশের তারিখঃ অক্টোবর ২০১৫

প্রকাশকের নামঃ বেঙ্গল পাবলিকেশনস

বইয়ে পৃষ্ঠা সংখ্যাঃ ২৯৬

ISBN: 9789849164364

3

ছবি : আবুল হাসনাত 

4

ছবি : স্থপতি রবিউল হুসাইন 

5

ছবি : তারিক সুজাত 

বইটির সংক্ষিপ্ত বিবরণঃ বাংলাদেশের আধুনিক স্থাপত্যচর্চার পথিকৃৎ স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামকে নিয়ে ৪১ জন স্বনামধন্য ব্যক্তিবর্গের মূলত স্মৃতিচারণমূলক রচনাকে  একত্রিত করে এই বইটি বেঙ্গল পাবলিকেশনস থেকে প্রকাশ করা হয়। আনিসুজ্জামান, স্থপতি স্ট্যানলি টাইগারম্যান, স্থপতি মীর মোবাশ্বের আলী, সৈয়দ শামসুল হক, বোরহানঊদ্দিন খান জাহাঙ্গীর, স্থপতি শামসুল ওয়ারেস, স্থপতি রবিউল হুসাইন, স্থপতি কাজী নাসির, আবুল খায়ের সহ বেশ কয়েকজন স্থপতি ও বরেণ্য ব্যক্তিবর্গের লিখা আছে বইটিতে। স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের প্রয়াণের পর কালি ও কলম ম্যাগাজিনে বেশ কিছু রচনা প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে সম্পাদকগণ এই রচনাগুচ্ছ ও কয়েকটি শ্রদ্ধাজ্ঞাপক নিবন্ধ ও দুর্লভ কিছু ছবি সংযোজন করে এই বইটি প্রকাশ করেন। শক্ত মলাটের শুভ্র কাগজের পাতায় পাতায় ফুটে উঠেছে স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের জীবনের নানা বৈচিত্র্যময় দিক। স্থপতি ছাড়াও সাধারণ মানুষের সাথে স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের বিভিন্ন সম্পর্কগুলো উঠে এসেছে এই বইটিতে।  স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত দুর্লভ ছবি ছাড়াও তাঁর নকশা করা বিভিন্ন স্থাপনার নকশাও খুঁজে পাওয়া যায় বইয়ের প্রায় প্রতিটি পৃষ্ঠায়।  

সম্পাদনায় : স্থপতি মুহাম্মদ শাফায়েত হোসেন5
Logo
Logo
© 2024 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.