বই পরিচিতি

৪৩
Book Review

Kazi Ashraf Book3 Ed

ছবি: বইয়ের সামনের মলাট

11bac

ছবি: বইয়ের পেছনের মলাট

বাংলাদেশের স্থপতি সংলাপে মাজহারুল ইসলাম                                             (An Architect in Bangladesh । Conversations with Muzharul Islam)

সম্পাদকের নামঃ স্থপতি কাজী খালি আশরাফ

প্রকাশের তারিখঃ ২০১৪

প্রকাশকের নামঃ লোকা প্রেস

বইয়ে পৃষ্ঠা সংখ্যাঃ ২১২

ISBN: 9789843380517

ImagesImage : Architect Kazi Khaleed Ashraf

বইটির সংক্ষিপ্ত বিবরণঃ স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের সাথে স্থপতি কাজী খালিদ আশরাফের বেশ অনেকদিনের স্থাপত্য, দেশ ও মানুষ সম্পর্কিত সংলাপ ও আলোচনার লিখিত রূপ বলা যায় এই বইটিকে। শক্ত মলাটের বইটি বাংলা ও ইংরেজি ভাষাতে লেখা যাতে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের দর্শন ও চিন্তাভাবনা তুলে ধরা যায়। এই বইয়ের অধিকাংশ আলাপ ১৯৮২ সাল থেকে শুরু করে স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের প্রয়াণের আগ পর্যন্ত তাঁর পরিবাগের বাসাতে এবং অফিসে হয়েছে।

পুরো বইটিকে ১১ টি অধ্যায়ে ভাগ করেছেন সম্পাদক। অধ্যায়গুলো হল - What now? The Perpetual Vigilance of Muzharul Islam, বাংলাদেশে একজন স্থপতি, বাঙ্গালী হওয়া, দুনিয়ার মানুষ হওয়া, আর্ট কলেজ ও পাবলিক লাইব্রেরী, মার্ক্স ও রবীন্দ্রনাথ, দুটো লাইব্রেরী, বাড়িঘর, শহর, গ্রাম, প্রতীক কার জন্যে?, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শহরের কথা, সাজানোর সূত্র। স্থপতি কাজী খালিদ আশরাফের সাথে গড়ে উঠা নিবিড় সম্পর্কের ফলে স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম স্বাচ্ছন্দ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। কখনও দেশ, কখনও মার্ক্স বা রবীন্দ্রনাথ, কখনও বা স্থাপত্যের গভীরে প্রবেশ করতো তাদের আলোচনাগুলি। সেসকল বিস্তারিত আলোচনা ও সংলাপের লিখিতরুপ ছাড়াও বইয়ের পাতায় খুঁজে পাওয়া যাবে স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের বিভিন্ন ছবি ও নকশা। স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের সাথে স্থপতি কাজী খালিদ আশরাফের সংলাপের বইটি স্থাপত্য ও স্থাপত্যের সাথে সম্পর্কিত বিষয়ে গভীর আলোচনার ফল বলা যেতে পারে।    

সম্পাদনায় : স্থপতি মুহাম্মদ শাফায়েত হোসেন5
Logo
Logo
© 2024 Copyrights by Sthapattya o Nirman. All Rights Reserved. Developed by Deshi Inc.